AI-এর কোপে হারিয়েছেন চাকরি, ‘বান্টি আউর বাবলি’ করলো ১৬ লক্ষের গয়না চুরি

সিনেমা যে বাস্তব জীবনের ওপর কতটা প্রভাব ফেলতে পারে, মধ্যপ্রদেশের ইন্দোরের এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। ২০০৫ সালের ব্লকবাস্টার ছবি ‘বান্টি আউর বাবলি’ দেখে অনুপ্রাণিত হয়ে ১৬ লক্ষ টাকার হিরে ও সোনার গয়না চুরির অভিযোগ উঠল এক গ্রাফিক ডিজাইনার ও তাঁর বান্ধবীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোপাল থেকে পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তরুণ (১৮) পেশায় একজন গ্রাফিক ডিজাইনার। তিনি একটি আইটি সংস্থায় পার্ট-টাইম কাজ করতেন। কিন্তু তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের কারণে তিনি কাজ হারান। তীব্র আর্থিক অনটনের মুখে পড়ে তিনি তাঁর ছোটবেলার বান্ধবীকে সঙ্গে নিয়ে চুরির পরিকল্পনা করেন। ওই তরুণী বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের প্রবেশিকা পরীক্ষা (NEET)-এর প্রস্তুতি নিচ্ছেন।

ইন্দোরের ডিসিপি শ্রীকৃষ্ণ লালচন্দানি জানান, গত ২২ ডিসেম্বর রাতে রাউ (Rau) থানা এলাকার একটি গয়নার দোকানে এই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও তদন্তের সূত্র ধরে পুলিশ জানতে পারে, চুরির পর ওই যুগল ভোপালে গা-ঢাকা দিয়েছেন। সেখান থেকেই তাঁদের পাকড়াও করা হয়। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ১৬ লক্ষ টাকার সমস্ত গয়না উদ্ধার করেছে পুলিশ।

জেরায় ধৃত তরুণ স্বীকার করেছেন যে, শর্টকাটে বড়লোক হতে এবং আর্থিক সমস্যা মেটাতে ‘বান্টি আউর বাবলি’ সিনেমার কায়দায় তিনি এই ছক কষেছিলেন। বড়দিনের পরেই গয়নাগুলো বিক্রি করে দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল। আইটি সেক্টরে AI-এর প্রভাবে কাজ হারিয়ে একজন শিক্ষিত তরুণের অপরাধ জগতের পথে পা বাড়ানো নিয়ে চিন্তিত তদন্তকারীরাও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy