শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের ‘নো এন্ট্রি’! ভারত-বিদ্বেষের প্রতিবাদে চরম সিদ্ধান্ত মালিকদের, তোলপাড় পর্যটনমহল

শিলিগুড়ির পর্যটন ও আতিথেয়তা শিল্পে এক নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত নিল ‘গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’। সংগঠনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে শিলিগুড়ির কোনো হোটেলে বাংলাদেশের নাগরিকদের আর ঘর ভাড়া দেওয়া হবে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সে দেশে ক্রমবর্ধমান ভারত-বিদ্বেষী মানসিকতার প্রতিবাদেই এই চরম পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি হোটেল মালিকদের।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশে যেভাবে ভারতের বিরুদ্ধে জিগির তোলা হচ্ছে এবং উত্তর-পূর্ব ভারতের ৭টি রাজ্য (সেভেন সিস্টার্স) নিয়ে উস্কানিমূলক হুমকি দেওয়া হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাদের মতে, শিলিগুড়ি উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার। তাই এই অঞ্চলের এবং দেশের সামগ্রিক নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোটেল মালিকদের দাবি, পর্যটনের চেয়েও বড় হলো দেশপ্রেম এবং জাতীয় নিরাপত্তা। তাঁরা জানাচ্ছেন, বাংলাদেশে উগ্রপন্থার আস্ফালন যে হারে বাড়ছে, তাতে হোটেলের মতো স্পর্শকাতর জায়গায় ভিনদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাড়তি ঝুঁকি তৈরি হচ্ছে। সেই ঝুঁকি এড়াতে এবং প্রতিবাদ জানাতেই এই বয়কট কর্মসূচি। শিলিগুড়ির এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়তে পারেন ওপার বাংলা থেকে চিকিৎসা কিংবা ব্যবসার কাজে উত্তরবঙ্গে আসা বহু মানুষ।

ইতিমধ্যেই শিলিগুড়ির ছোট-বড় সব হোটেল মালিকদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক ও সামাজিক মহলে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও, গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিজেদের অবস্থানে অনড়। উত্তরবঙ্গের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্রে বাংলাদেশিদের জন্য এই ‘নো এন্ট্রি’ বোর্ড ঝোলানোর ঘটনা নিঃসন্দেহে এক বড় কূটনৈতিক ও সামাজিক বার্তা বহন করছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy