শীতের আমেজ বাড়লেও বারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক পারদ এখন টগবগিয়ে ফুটছে। সৌজন্যে—প্রাক্তন সাংসদ অর্জুন সিং এবং তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সরাসরি সংঘাত। বুধবার রাতে নৈহাটির গরুরফাঁড়ি মোড়ে বিজেপির এক জনসভা থেকে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে লক্ষ্য করে কার্যত ‘যুদ্ধ ঘোষণা’ করেন অর্জুন সিং। তাঁর নিশানায় ছিল ‘জয় বাংলা’ স্লোগান।
মঞ্চ থেকে হুঙ্কার ছেড়ে অর্জুন বলেন, “জয় বাংলা ধ্বনি জেহাদিদের স্লোগান, বাংলাদেশি রোহিঙ্গাদের স্লোগান। বাংলায় এই স্লোগান দিলে এবার থেকে ধরে পেটাব। পার্থ ভৌমিক, তোমার বাড়ির সামনে গিয়েও এই কথা বলে আসব, দেখি তোমার কত দম!” এখানেই থামেননি তিনি। ওপার বাংলায় দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, এই স্লোগান তুলে এপারেও সনাতনীদের ওপর হামলা চালানোর ছক কষা হচ্ছে। অর্জুনের হুঁশিয়ারি, “প্রয়োজন হলে থাপ্পড় মারব। আমার নামে মামলা করো, তাতে কিছু আসে যায় না।”
অর্জুনের এই আক্রমণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পাল্টা গর্জে উঠেছেন পার্থ-ঘনিষ্ঠ তথা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুন সিংকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “মুখে বড় বড় কথা না বলে ক্ষমতা থাকলে আমাদের একজনকে মেরে দেখাক। ও আমাদের একজনকে মারলে, আমরা ওর পাঁচজনকে মারব। মারের বদলা মার হবে। কত ধানে কত চাল, এবার বুঝিয়ে দেব।”
উল্লেখ্য, কয়েকদিন আগেই পার্থ ভৌমিকের নির্দেশে অর্জুন সিংয়ের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কর্মীরা। সেই সময় অর্জুনপন্থীরা পালটা ‘চোর’ স্লোগান তুলে ভাটপাড়া উত্তপ্ত করে তুলেছিল। সেই রেশ কাটতে না কাটতেই ‘জয় বাংলা’ স্লোগানকে ‘জেহাদি’ তকমা দিয়ে অর্জুনের নতুন রণমূর্তি শিল্পাঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। গঙ্গাপাড়ের এই হাই-ভোল্টেজ রাজনৈতিক তরজা এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।