ভোটের আগেই বিপত্তি! কমিশনের কাজে ‘না’ ১০০ মাইক্রো অবজার্ভারের, তীব্র চাঞ্চল্য রাজ্যে

আগামী ২৭শে ডিসেম্বর, শনিবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর (SIR) শুনানি। কিন্তু তার ঠিক আগেই বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। দায়িত্ব পাওয়ার পরও প্রায় ১০০ জন মাইক্রো অবজার্ভার কাজ করতে অস্বীকার করে চিঠি পাঠালেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।

কমিশন সূত্রে খবর, বুধবারই নজরুল মঞ্চে ৪৬০০ জন মাইক্রো অবজার্ভারের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কিন্তু প্রশিক্ষণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১০০ জন কর্মী ব্যক্তিগত ও নানা কারণ দেখিয়ে কাজে যোগ দিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। উৎসবের মরশুমে এত জন পর্যবেক্ষক একসঙ্গে সরে দাঁড়ানোয় কমিশনের অন্দরে চিন্তার ভাঁজ পড়েছে। এই অনিচ্ছুক কর্মীদের বিরুদ্ধে কমিশন কঠোর কোনো আইনি পদক্ষেপ নেবে কি না, এখন সেটাই দেখার।

অন্যদিকে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রেও একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে ভোটারদের জমা দেওয়া প্রতিটি নথি বিএলও (BLO) অ্যাপের মাধ্যমে আপলোড করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, ইসিআই-নেট (ECINet)-এ তথ্য আসার পাঁচ দিনের মধ্যে সেই নথির সত্যতা যাচাই করতে হবে। যদি কোনো নথি অন্য জেলার হয়, তবে সেই জেলার ডিইও-র মাধ্যমে তা যাচাই হবে। এমনকি ভিন রাজ্যের নথি হলে সরাসরি সংশ্লিষ্ট রাজ্যের সিইও-র (CEO) সাহায্য নেওয়া হবে। মূলত জালিয়াতি রুখতে এবং স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতেই এই নজিরবিহীন কড়াকড়ি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy