উৎসবের মরশুমের মাঝেই বড়সড় দুর্ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। বড়দিনের ঠিক আগের মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাসন্তীর খড়িমাচান এলাকা। এই ঘটনায় এক শিশু গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার আকস্মিকতায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণটি বাজি থেকে হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনো বিস্ফোরক মজুত ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়িমাচান এলাকায় একটি নির্মীয়মাণ বহুতলের ভেতরে আচমকাই বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, এক শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সূত্রের খবর, বহুতলের ঠিক পাশেই একটি অনুষ্ঠান চলছিল এবং সেখানে বাজি পোড়ানো হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বাজি থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে নির্মীয়মাণ বহুতলের ভেতরে কীভাবে বিস্ফোরণ হলো এবং তার তীব্রতা কত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আহত শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে সে এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এটি নিছকই বাজির দুর্ঘটনা নাকি এর আড়ালে কোনো নাশকতার ছক ছিল, তা নিশ্চিত করতে ফরেন্সিক পরীক্ষার সাহায্য নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বড়দিনের আনন্দের মাঝে এই রক্তক্ষয়ী ঘটনা বাসন্তীর বাসিন্দাদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে।