মায়ের মৃত্যু বদলে দিল জীবন! দেবের নতুন অবতারে কাঁপছে বাংলা সিনেমা?

টলিউডের অঘোষিত সম্রাট দেব একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন। বড়দিনে ‘প্রজাপতি ২’-এর অভাবনীয় সাফল্যের মাঝেই নতুন বছরের বড় ধামাকা নিয়ে হাজির অভিনেতা। আগামী বছর বড় পর্দায় আসতে চলেছে দেবের নতুন ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার, যা দেখে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে টিনসেল টাউনে। বিনয় এম মুদগিলের পরিচালনায় এই ছবি হতে চলেছে এক লড়াকু মানুষের জীবনযুদ্ধের দলিল।

এই ছবির প্রেক্ষাপট কোনো কাল্পনিক গল্প নয়, বরং জলপাইগুড়ির মালবাজারের পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হকের বাস্তব জীবনকাহিনী। যাঁর জীবন কোনো সিনেমার থেকে কম রোমাঞ্চকর নয়। একদিন অ্যাম্বুলেন্সের অভাবে নিজের মাকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি করিমুল, বিনা চিকিৎসায় চোখের সামনে ধুঁকে ধুঁকে মারা যান তাঁর মা। সেই শোকাতুর মুহূর্তই পাল্টে দেয় করিমুলের জীবনের লক্ষ্য। নিজের মোটরবাইককেই তিনি বানিয়ে ফেলেন ‘অ্যাম্বুলেন্স’। গ্রামের দুর্গম রাস্তা দিয়ে অসুস্থ মানুষদের পিঠে বেঁধে বছরের পর বছর হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। ২০১৭ সালে তাঁর এই নিঃস্বার্থ কাজের জন্য ভারত সরকার তাঁকে ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করে। সেই ‘রিয়েল লাইফ হিরো’র চরিত্রেই এবার অভিনয় করবেন দেব।

ছবির জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন সুপারস্টার। নেই কোনো গ্ল্যামার, নেই চটকদার হিরো সুলভ আচরণ—এক্কেবারে ছাপোষা লুকে ধরা দেবেন তিনি। জানা যাচ্ছে, এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিককে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি, তবে অঙ্কিতার অন্তর্ভুক্তি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। উল্লেখ্য, অঙ্কিতাকে আগামীতে কিংবদন্তি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিকেও দেখা যেতে চলেছে।

বর্তমানে বক্স অফিসে ‘প্রজাপতি ২’ রাজত্ব করছে। একাধিক প্রেক্ষাগৃহে ঝুলছে ‘হাউসফুল’ বোর্ড। একই সঙ্গে টক্কর দিচ্ছে কোয়েল মল্লিকের ‘মিতিন মাসি’ এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই কড়া প্রতিযোগিতার মাঝেও নিজের পরবর্তী কাজের ঘোষণা করে দেব বুঝিয়ে দিলেন, তিনি শুধু বিনোদন নয়, বাস্তবের মাটির কাছাকাছি থাকা গল্পই বলতে চান। ২০২৫-এর এই নতুন সফর এখন ঠিক কতটা দাগ কাটে দর্শকদের মনে, সেটাই দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy