বড়দিনেই মরসুমের শীতলতম দিন! ৮ ডিগ্রিতে কাঁপছে শ্রীনিকেতন, নামল পারদ

২৫ ডিসেম্বর বড়দিনের সকালেই রাজ্যজুড়ে দাপুটে ব্যাটিং শুরু করল শীত। উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই একধাক্কায় অনেকটা নেমেছে পারদ। কনকনে উত্তুরে হাওয়ার সঙ্গেই ভোর থেকে হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বাংলা। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা এই মরসুমের এখনও পর্যন্ত শীতলতম দিন।

সবথেকে বেশি ঠান্ডা পড়েছে পাহাড়ে। দার্জিলিঙে পারদ নেমেছে ৩ ডিগ্রিতে। ঠান্ডার দাপটে টাইগার হিলের রাস্তায় ভোরের দিকে শিশির জমে বরফের পাতলা আস্তরণ দেখা গিয়েছে, যা দেখে পর্যটকদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়। সমতলেও শীতের দাপট কম নয়; শ্রীনিকেতনে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়াও বাঁকুড়া, বীরভূম ও বর্ধমানের মতো জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেই ঘোরাফেরা করছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে বলে সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঘন কুয়াশার জন্য ‘হলুদ সতর্কতা’ জারি রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। সিকিমে তুষারপাতের সম্ভাবনা থাকলেও দার্জিলিঙে আপাতত তেমন পূর্বাভাস নেই। তবে বর্ষশেষ পর্যন্ত রাজ্যজুড়ে শীতের এই স্পেল বজায় থাকবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy