‘আল্লার নির্দেশেই টেনে আনতে গিয়েছি’, ভাইয়ের স্ত্রীকে হেনস্থা করে আজব দাবি ব্যক্তির

আহমেদাবাদে মাসতুতো ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে হেনস্থা ও শ্লীলতাহানি করার অভিযোগে এহরাজ হোসেন শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির দাবি, তিনি কোনো অপরাধ করেননি, বরং ‘ঐশ্বরিক কণ্ঠস্বর’ বা ‘আল্লার নির্দেশে’ ওই মহিলাকে নিজের কাছে টেনে আনতে গিয়েছিলেন। এই অদ্ভুত যুক্তিতে রীতিমতো তাজ্জব পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, উত্তর প্রদেশের বাসিন্দা এহরাজ গত তিন বছর ধরে আহমেদাবাদের জামালপুরে থাকছিলেন। ২০২৪ সাল থেকেই তাঁর মাসির পুত্রবধূর প্রতি একতরফা আসক্তি তৈরি হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির এফআইআর (FIR) দায়ের হয়েছিল, কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর ফের তিনি একই কাণ্ড ঘটান। গত ২৩ ডিসেম্বর অভিযুক্ত ব্যক্তি মাসির বাড়িতে ঢুকে ওই মহিলার হাত ধরে টানাটানি করেন এবং তাঁকে সঙ্গে নিয়ে যাওয়ার জেদ ধরেন। বাধা দিতে গেলে মহিলার স্বামী ও শাশুড়িকে খুনের হুমকিও দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে পুলিশ হেফাজতে থাকা এহরাজকে বলতে শোনা যায়, “আমি আল্লার কণ্ঠস্বর শুনতে পাই। আল্লাই আমাকে নির্দেশ দিয়েছেন ওই মহিলাকে টেনে আনতে।” যদিও পুলিশ একে নিছক ‘একতরফা প্রেম’ এবং মানসিক বিকৃতি হিসেবেই দেখছে। অভিযুক্তের বিরুদ্ধে পিছু নেওয়া, শ্লীলতাহানি এবং আদালতে মিথ্যা বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করেছে গায়কওয়াড় হাভেলি থানার পুলিশ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy