ঘুমের ঘোরেই সব শেষ! লরির ধাক্কায় ভস্মীভূত যাত্রীবাহী বাস, প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

কর্নাটকের চিত্রদুর্গ জেলায় বুধবার রাতে ঘটে গেল এক হাড়হিম করা দুর্ঘটনা। দিল্লি-চেন্নাই ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি দ্রুতগামী বেসরকারি বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৭ জন যাত্রীর মৃত্যু হয়েছে। বাসের দরজা লক হয়ে যাওয়ায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় যাত্রীরা বেরোনোর সুযোগটুকুও পাননি। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

রক্তক্ষয়ী সেই রাতের প্রত্যক্ষদর্শী: বাসে থাকা আদিত্য নামে এক যাত্রী জানান, দুর্ঘটনার সময় প্রায় সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ বিকট শব্দে বাসটি ডিভাইডারে ধাক্কা মারে এবং মুহূর্তের মধ্যে আগুনের গোলা হয়ে যায়। দরজা খুলতে না পেরে অনেকে জানলা ভেঙে বেরোনোর মরিয়া চেষ্টা করেন, কিন্তু দাউ দাউ শিখার গ্রাসে প্রাণ হারান অধিকাংশ। রাস্তার ধারে থাকা সচিন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে তাঁকে ওভারটেক করে ডিভাইডারে ধাক্কা মারে, ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা লরিটি বাসের ফুয়েল ট্যাঙ্কে সজোরে আঘাত করলে বিস্ফোরণের মতো আগুন জ্বলে ওঠে।

সরকারি সাহায্য: এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে জানানো হয়েছে, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy