তারেক রহমানের প্রত্যাবর্তনের ঠিক আগে চরম উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। বুধবার, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুলিশের প্রাক্তন আইজি খোদাবক্সের বিদায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
কেন এই পদত্যাগ? গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার পর থেকেই উত্তপ্ত ছিল দেশ। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পড়ে জনতা। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল বিভিন্ন মহল। অবশেষে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। উল্লেখ্য, খোদাবক্স চৌধুরী আন্তর্জাতিক শান্তি মিশনে অভিজ্ঞ এবং রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
হিংসার গ্রাসে ঢাকা: বিএনপি নেতা তারেক রহমান ১৭ বছরের নির্বাসন কাটিয়ে সপরিবারে দেশে ফিরছেন আজই। কিন্তু তাঁর পা রাখার আগেই নতুন করে রক্ত ঝরল ঢাকায়। বুধবার সন্ধ্যায় মগবাজার মোড়ে ভয়াবহ ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একদল যুবক কাজী নজরুল ইসলামের প্রশংসায় স্লোগান দিতে দিতে ব্যাপক ভাঙচুর চালায়। বড়দিনের প্রাক্কালে এই একের পর এক নাশকতামূলক ঘটনা রাজধানী জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
পুরো দেশ এখন থমথমে। একদিকে তারেক রহমানের বিশাল সংবর্ধনার প্রস্তুতি, অন্যদিকে হাদির মৃত্যুকে কেন্দ্র করে চলা অশান্তি—সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে।