কুলদীপ সেনগরের জামিনে ক্ষোভ! ইন্ডিয়া গেটে নির্যাতিতার ধরনায় পুলিশি বাধা, তুঙ্গে উত্তেজনা

উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগরের কারাদণ্ড স্থগিত করে জামিন দিয়েছে দিল্লি হাই কোর্ট। এই রায়ের প্রতিবাদে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় বুধবার দিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবস্থানে বসেন নির্যাতিতা, তাঁর মা এবং সমাজকর্মী যোগিতা ভায়ানা। অভিযোগ, পুলিশ ও সিআরপিএফ বিক্ষোভকারীদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং নির্যাতিতার বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কি করা হয়।

সংবাদ সংস্থা এএনআই-কে নির্যাতিতা জানান, তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নিজেদের যন্ত্রণার কথা জানাতে চান। নির্যাতিতার অভিযোগ, বুধবার তাঁদের সংবাদমাধ্যমের মুখোমুখি হতে বাধা দেওয়া হয় এবং সিআরপিএফ-এর বাসে কোনও মহিলা কর্মী ছাড়াই তাঁদের নিয়ে যাওয়া হয়। এই ঘটনার তীব্র নিন্দা করে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছেন, “ন্যায়বিচারের দাবিতে সরব হওয়া কি অপরাধ?” উল্লেখ্য, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সেনগর গত সাত বছরের বেশি সময় জেলে থাকার যুক্তিতে উচ্চ আদালত থেকে এই ছাড় পেয়েছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy