সিঙ্গুরে ৫০০ কোটির লজিস্টিক হাব, রাজ্যে ১৬০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র! ভোটের আগে শিল্পে বড় ঘোষণা নবান্নের

সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে বিনিয়োগের গতি বাড়াতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একগুচ্ছ বিনিয়োগ ও জমি বরাদ্দের কথা ঘোষণা করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো জেএসডব্লিউ এনার্জি লিমিটেডকে পিপিপি মডেলে ১৬০০ মেগাওয়াটের ‘নিউ সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট’ তৈরির দায়িত্ব দেওয়া। ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিটের এই প্রকল্প আগামী ২৫ বছরের জন্য লিজ দেওয়া হয়েছে।

অন্যদিকে, সিঙ্গুরে বড়সড় বিনিয়োগের ঘোষণা করেছে রাজ্য। নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেডকে ১১.৩৫ একর জমি দেওয়া হয়েছে একটি আধুনিক লজিস্টিক হাব তৈরির জন্য। আমাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স সংস্থাগুলির কথা মাথায় রেখে এখানে প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এছাড়া, ‘মাদার ডেয়ারি ক্যালকাটা’-র আইনি অস্তিত্ব শেষ করে সেটিকে সম্পূর্ণভাবে ‘বাংলার ডেয়ারি’-র সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জঙ্গল সুন্দরী কর্মনগরী ও বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক সহ বিভিন্ন শিল্পতালুকে প্রায় ২০০ একরের বেশি জমি বরাদ্দে এদিন সিলমোহর দিয়েছে রাজ্য সরকার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy