“এপ্রিলে ভোট মিটলেই ফল বুঝবে পুলিশ”— সাগর দ্বীপ থেকে প্রশাসনকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর!

বুধবার দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে জনসভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা থেকে তিনি অভিযোগ করেন, রাজ্যে ‘সনাতন ধর্ম’ সুরক্ষিত নয় এবং জেলায় মন্দিরের মূর্তি ভাঙা হলেও পুলিশ নিষ্ক্রিয়। আগামী বছরের বিধানসভা ভোটকে সামনে রেখে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এপ্রিলের পর এর ফল বুঝতে পারবেন।”

গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতুর শিলান্যাস নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু দাবি করেন, কেন্দ্র এই প্রকল্পের কোনও সবুজ সংকেত দেয়নি, রাজ্য কেবল ভোটের স্বার্থে মিথ্যে বলছে। পাশাপাশি, বাংলাদেশে নিহত দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করে তিনি জানান, ব্যক্তিগতভাবে তিনি অর্থসাহায্য পাঠাবেন। বিধায়ক হুমায়ুন কবীরের ‘বাবরি মসজিদ’ মন্তব্যের প্রেক্ষিতে শুভেন্দু বলেন, বাবর একজন লুটেরা ছিল, তাঁর নামে কোনও কিছু হতে পারে না। বিজেপি ক্ষমতায় এলে বাবরের নাম মুছে ফেলা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy