এসআইআর শুনানিতে এবার ‘সেন্ট্রাল’ নজরদারি! নজরুল মঞ্চে প্রশিক্ষণ নিলেন ৪০০০ মাইক্রো অবজার্ভার

ভোটার তালিকায় ‘নো ম্যাপিং’ ভোটারদের তথ্য যাচাই বা এসআইআর (SIR) শুনানি প্রক্রিয়াকে ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুধবার কলকাতার নজরুল মঞ্চে রাজ্যের ৪ হাজারেরও বেশি মাইক্রো অবজার্ভারের এক বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শুনানি পর্বে স্বচ্ছতা বজায় রাখা এবং নিরপেক্ষ নজরদারি চালানোই এই মাইক্রো অবজার্ভারদের প্রধান কাজ।

রাজ্যের প্রতিটি জেলা থেকে আসা এই অবজার্ভারদের প্রশিক্ষণ দিতে সরাসরি মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তরের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শিবিরে প্রতিটি ব্যাচকে ২ ঘণ্টা করে সময় দেওয়া হয়। সেখানে শুনানি চলাকালীন আইনি খুঁটিনাটি খতিয়ে দেখা, দস্তাবেজ যাচাই এবং গোটা প্রক্রিয়ার ওপর কীভাবে কড়া নজর রাখতে হবে, তা হাতে-কলমে শেখানো হয়েছে।

সূত্র মারফত জানা গিয়েছে, এই গুরুত্বপূর্ণ কাজের জন্য যাঁদের বেছে নেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় সরকার পোষিত বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মী। নির্বাচন কমিশনের মতে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই দায়িত্বে রাখলে শুনানির নিরপেক্ষতা নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। নজরুল মঞ্চের এই মেগা ট্রেনিং সেশনের পর মাইক্রো অবজার্ভাররা এখন তাঁদের নিজ নিজ জেলায় গিয়ে দায়িত্ব সামলাতে প্রস্তুত। এর ফলে ভোটার তালিকা সংশোধনের এই এসআইআর প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy