ইন্ডাস্ট্রি কনক্লেভ বা বাণিজ্য সম্মেলন শেষ হতেই রাজ্যে শিল্পায়নের চাকা দ্রুত গতিতে ঘোরাতে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বুধবার রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের বিভিন্ন শিল্পতালুকে মোট ২০০ একর জমি বিভিন্ন শিল্প সংস্থাকে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে যে সমস্ত দেশি-বিদেশি সংস্থা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছিল, মূলত তাদের শিল্প স্থাপনের পথ প্রশস্ত করতেই এই জমি দেওয়ার ছাড়পত্র দেওয়া হল।
পাশাপাশি রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে বড় বিদ্যুৎ প্রকল্পের ঘোষণাও করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি জানান, রাজ্যে ১৬০০ মেগাওয়াটের দুটি নতুন সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। এর জন্য আয়োজিত বিডে জয়ী হয়েছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড (JSW Energy Ltd)। পিপিপি (PPP) মডেলে তৈরি হতে চলা এই বিদ্যুৎ কেন্দ্র দুটির প্রতিটি ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হবে। আগামী ২৫ বছরের চুক্তিতে এই প্রকল্প রূপায়িত হবে।
মন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে, এই বিশাল বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি জেএসডব্লিউ কর্তৃপক্ষ নিজেরাই রাজ্যের মধ্যে থেকে অধিগ্রহণ করবে। যদিও নির্দিষ্ট জায়গাটি এখনও চূড়ান্ত করা হয়নি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে যে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, এই প্রকল্পের মাধ্যমে তা মিটবে বলে আশাবাদী সরকার। জমি জট কাটিয়ে শিল্পায়নের এই বড় ঘোষণা রাজ্যের কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করা হচ্ছে।