বড়দিনের ছুটিতে ডুয়ার্সে আসা পর্যটকদের জন্য এক দারুণ খুশির খবর নিয়ে এল মেটেলির ঐতিহ্যবাহী বড়দিঘি চা বাগান কর্তৃপক্ষ। এবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হল ১৫৩ বছরের পুরনো ‘বড়লাট সাহেবের বাংলো’। এতদিন এই বাংলোর আভিজাত্য কেবল দূর থেকেই দেখতে হতো, কিন্তু এই বছর থেকে ক্রিসমাস ইভ উপলক্ষে পর্যটকরা এখানে সরাসরি দুপুরের আহার বা লাঞ্চ করার সুযোগ পাবেন।
১৮৭২ সালে ইউরোপীয় চা রোপনকারী জন জার্ডিন পিটারসনের তৈরি এই কাঠের বাংলোটি ডুয়ার্সের অন্যতম হেরিটেজ সম্পদ। চা বাগান কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগে এখানে শুরু হয়েছে ‘ক্রিসমাস ফেস্ট’। মাত্র ৪৯৯ টাকা থেকে শুরু হওয়া লাঞ্চের পাশাপাশি পর্যটকরা বাংলো পরিদর্শন এবং চা বাগানের ভেতরে কার সাফারির সুবিধাও পাবেন। তবে এই সুযোগ মিলবে সীমিত সময়ের জন্য, অর্থাৎ আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। যারা এখানে রাত কাটাতে পারছেন না, তাঁরাও আগে থেকে অর্ডার দিয়ে এই রাজকীয় আতিথেয়তার স্বাদ নিতে পারবেন। ব্রিটিশ আমলের আসবাবপত্র আর সাহেবিয়ানার ছোঁয়ায় ঘেরা এই বাংলোয় সময় কাটানো পর্যটকদের কাছে এক অন্যরকম অভিজ্ঞতা হয়ে উঠবে।