‘৩ থেকে ৪টি সন্তান নিন!’ জনসংখ্যা নিয়ে হিন্দুদের আজব দাওয়াই নবনীত রানার

দেশের জনসংখ্যার ভারসাম্য বজায় রাখতে হিন্দু পরিবারগুলিকে অন্তত তিন থেকে চারটি সন্তান নেওয়ার পরামর্শ দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি নেত্রী নবনীত রানা। তাঁর দাবি, নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি, যা ভবিষ্যতে ভারতের গঠনকে পাকিস্তানের মতো করে তুলতে পারে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ওরা প্রকাশ্যে বলে চার স্ত্রী আর উনিশ সন্তানের কথা। তাই হিন্দুদের কাছে আবেদন, আপনারাও সন্তানদের সংখ্যা বাড়ান যাতে সামাজিক ভারসাম্য ঠিক থাকে।”

নবনীত রানা অবশ্য এর সঙ্গে ‘বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি’র কথাও জুড়ে দিয়েছেন। তাঁর মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে একটি সঠিক নীতির প্রয়োজন রয়েছে। তবে একই সঙ্গে আরএসএস বা বিজেপির কিছু ‘উগ্র চিন্তাভাবনা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি, যা রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতও জন্মহার কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে হিন্দু দম্পতিদের বেশি সন্তান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বিরোধীরা অবশ্য নবনীতের এই মন্তব্যকে মেরুকরণের রাজনীতি বলেই কটাক্ষ করছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy