জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের শুরুতেই এক বিরল মহাজাগতিক সংযোগ ঘটতে চলেছে। আগামী ১৫ জানুয়ারি গঠিত হবে অত্যন্ত শুভ ‘লাভ দৃষ্টি যোগ’। শুক্র এবং শনি একে অপরের থেকে ৯০ ডিগ্রি দূরে অবস্থান করার ফলে এই যোগ তৈরি হবে, যার প্রভাব পড়বে সমস্ত রাশির ওপর। তবে পাঁচটি বিশেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি সৌভাগ্যের দ্বার খুলে দেবে।
বৃষ রাশি: আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ আসবে। কর্মক্ষেত্রে প্রশংসা ও পদোন্নতির যোগ রয়েছে।
মিথুন রাশি: আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি মজবুত হবে। বেতন বৃদ্ধি বা বোনাসের জোরালো সম্ভাবনা। পুরনো মানসিক চাপ থেকে মুক্তি পাবেন।
তুলা রাশি: যোগাযোগ ও নেটওয়ার্কিং থেকে বড় লাভ হবে। বিশেষ করে মিডিয়া ও সেলস পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এটি সুবর্ণ সময়।
মকর রাশি: কেরিয়ারে বড়সড় লাফের ইঙ্গিত দিচ্ছে এই যোগ। দীর্ঘদিনের পরিশ্রম এবার সাফল্যের মুখ দেখবে। আয় থাকবে স্থিতিশীল।
কুম্ভ রাশি: ভাগ্য আপনার সহায় হবে। শেয়ার বাজার বা পুরনো বিনিয়োগ থেকে মোটা টাকা আয়ের সম্ভাবনা। বড় ভাইবোন বা বন্ধুদের থেকে সাহায্য পাবেন।