বছর শেষে বঙ্গে জমাটি শীতের এন্ট্রি! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়বে। শুধু তাই নয়, বছরের বাকি দিনগুলিতে কলকাতা ও জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপটও বাড়বে, যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন।
পশ্চিমের জেলাগুলিতে পারদ ৮ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। উপকূলীয় জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৫ ডিগ্রির ঘরে থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং ও পার্বত্য এলাকায় তাপমাত্রা ৪-৬ ডিগ্রিতে নেমেছে। জলপাইগুড়ি, কোচবিহার ও দুই দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। কলকাতায় বড়দিনে তাপমাত্রা ১৩-১৪ ডিগ্রির আশেপাশে থাকলেও ২৭ ডিসেম্বরের মধ্যে তা আরও কমতে পারে।
জাতীয় স্তরেও শীতের দাপট অব্যাহত। দিল্লি, পাঞ্জাব ও হরিয়ানায় তাপমাত্রা ৫-১০ ডিগ্রির মধ্যে নেমেছে। উত্তরপ্রদেশ ও বিহারে তীব্র শীতের পাশাপাশি জম্মু-কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। এর প্রভাবে কনকনে উত্তুরে হাওয়া বাংলায় শীতের আমেজকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।