মধ্যপ্রদেশের প্রবীণ কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী দীপক যোশীর দ্বিতীয় বিয়ে ঘিরে এখন উত্তাল রাজনীতি। বিয়ের ছবি ভাইরাল হতেই আরও দুই মহিলা নিজেদের যোশীর স্ত্রী বলে দাবি করায় তুঙ্গে উঠেছে বিতর্ক। এই ত্রিমুখী লড়াইয়ে এবার নীরবতা ভাঙলেন যোশীর নববিবাহিত স্ত্রী পল্লবী সাক্সেনা। ‘আজতক’-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, দীপক যোশীর একমাত্র বৈধ স্ত্রী তিনিই।
পল্লবীর দাবি, ২০২১ সালে প্রথম স্ত্রী বিজয়া যোশীর মৃত্যুর পরই দীপক যোশী তাঁকে আইনত বিয়ে করেছেন। অন্য দুই দাবিদার শিখা মিত্র ও নম্রতা যোশীকে বিঁধে তিনি বলেন, “শিখা মিত্র যখন বিয়ের দাবি করছেন, তখন দীপকজির প্রথম স্ত্রী জীবিত ছিলেন। অন্যদিকে নম্রতা যোশী কোনোদিন সংসারই করেননি।” পল্লবীর অভিযোগ, শিখা মিত্র সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্য ও ছবি ছড়িয়ে তাঁকে হেনস্থা করছেন, যার জন্য ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ জানানো হয়েছে।
চলতি বছরের ৪ ডিসেম্বর ভোপালের আর্য সমাজ মন্দিরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়। পল্লবী জানান, এই বিয়েতে স্বয়ং কমলনাথের আশীর্বাদ ছিল। বয়সের ব্যবধান নিয়ে কটাক্ষের জবাবে তাঁর সপাট উক্তি, “মন মিললে বয়স কোনো বাধা নয়।” বর্তমানে দুই পরিবারের সন্তানদের সম্মতিক্রমেই তাঁরা নতুন জীবন শুরু করেছেন। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আইনি পথেই এই পারিবারিক বিতর্কের সমাধান চান পল্লবী।