‘ভোটার তালিকায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’? ৫৯ লক্ষ নাম বাদ পড়ায় রণংদেহী মেজাজে মমতা

নির্বাচন কমিশনের প্রকাশিত স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর খসড়া তালিকায় রাজ্যজুড়ে প্রায় ৫৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে তিনি সরাসরি অভিযোগ করেন, কমিশন পুরোপুরি বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। বিএলও-দের সঠিক প্রশিক্ষণ না থাকা এবং ভুল ম্যাপিংয়ের কারণে বৈধ ভোটাররাও তালিকা থেকে বাদ গিয়েছেন বলে তাঁর দাবি।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ডিলিমিটেশনের ফলে ভোটারদের বিধানসভা এলাকা ও ওয়ার্ড নম্বর বদলে গিয়েছে, যা কমিশন বিচার করেনি। বিশেষ করে মহিলাদের পদবী পরিবর্তন কিংবা নামের বানানে ছোটখাটো ভুল থাকায় গণহারে নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেই প্রায় ৪৫ হাজার (প্রায় ২১.৭১ শতাংশ) ভোটারের নাম বাদ পড়ায় শাসকদলের অন্দরমহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই তালিকায় ৭০, ৭২ এবং ৭৭ নম্বর ওয়ার্ডে নাম বাতিলের হার সবচেয়ে বেশি।

দলের বুথ লেভেল এজেন্টদের (BLA) কড়া নির্দেশ দিয়ে মমতা বলেন, “এলাকায় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়।” বিশেষ করে মুসলিম অধ্যুষিত ৭৭ নম্বর ওয়ার্ড এবং বেশ কিছু বহুতল আবাসন এলাকায় স্ক্রুটিনির ওপর জোর দিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট হুঁশিয়ারি, “রাজনৈতিক ষড়যন্ত্র করে বৈধ নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া মেনে নেওয়া হবে না।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy