বড়দিনের আগে ‘সান্তা’র উপহার! কলকাতায় মরশুমের শীতলতম দিন, হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে বঙ্গ

উৎসবের মরশুমের শুরুতেই শীতের লম্বা ইনিংস শুরু হলো বঙ্গে। বড়দিনের ঠিক আগেই শহরবাসীকে ‘শীত উপহার’ দিল সান্তা। রবিবার কলকাতায় ছিল এই মরশুমের শীতলতম দিন, যেখানে পারদ নেমে দাঁড়িয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর থেকে শীতের এই কামড় আরও জোরালো হবে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের ফলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলোতে তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী ৪ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে, তবে ঠান্ডা হাওয়ার দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গেও শীতের দাপট বাড়ছে পাল্লা দিয়ে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে পারদ ৮ ডিগ্রির নিচে নামার ইঙ্গিত মিলেছে। তবে ঠান্ডার সঙ্গেই বাড়ছে কুয়াশার দড়প। দৃশ্যমানতা কোথাও কোথাও ৫০ মিটারে নেমে আসতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই জমিয়ে শীত উপভোগ করতে পারবেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy