“অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার সেকুলার গান গা!” মঞ্চে লগ্নজিতাকে নিগ্রহ; গ্রেফতার মূল অভিযুক্ত মেহবুব

২০ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে অনুষ্ঠান করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। গায়িকার অভিযোগ, ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ গাওয়ার পরেই স্কুলের অন্যতম মালিক মেহবুব মল্লিক মঞ্চে উঠে তাঁকে মারতে তেড়ে আসেন। লগ্নজিতা জানান, ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, “অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গান গা!”

ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত গায়িকা দ্রুত অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ থেকে নেমে যান এবং ভগবানপুর থানায় জেনারেল ডায়েরি করেন। লগ্নজিতার কথায়, “উনি প্রায় আমার ঠোঁটের কাছে চলে এসেছিলেন, ২-৩ জন বাধা না দিলে হয়তো মেরেই বসতেন।” এই নক্কারজনক ঘটনার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে ইতিপূর্বেই গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, অভিযোগ নিতে গাফিলতি করার দায়ে ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। টলিপাড়ার শিল্পী মহলে এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy