“সঙ্ঘের কাজ টিকিট পাওয়ার জন্য নয়, নিঃস্বার্থ সেবার জন্য”; কলকাতায় হুঙ্কার মোহন ভাগবতের

কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে আরএসএস-এর শতবর্ষপূর্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সঙ্ঘচালক মোহন ভাগবত। অনুষ্ঠানের শুরুতেই তিনি স্পষ্ট করে দেন যে, আরএসএস এবং বিজেপি এক নয়। তাঁর কথায়, “সঙ্ঘে অনেক বিজেপি নেতা আছেন, কিন্তু তার মানে এই নয় যে বিজেপি আর আরএসএস একই।” তিনি জানান, সঙ্ঘ কোনো রাজনৈতিক টিকিট পাওয়ার জন্য কাজ করে না, বরং নিঃস্বার্থভাবে সমাজ গড়ার কাজ করে।

দেশপ্রেম ও হিন্দু একতার ওপর জোর দিয়ে ভাগবত বলেন, “ভারতবর্ষ হিন্দুদের দেশ। এখানে বৈচিত্র্য থাকলেও আমাদের রাস্তা এক। সমস্ত ভেদাভেদ ভুলে সমাজকে আপন করে নিতে হবে।” ব্রিটিশ শাসন ও স্বাধীনতার প্রসঙ্গ টেনে তিনি মনে করিয়ে দেন যে, কেবল সেনা বা নেতারা লড়লে হয় না, সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। স্বামী বিবেকানন্দ ও স্বামী দয়ানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ সংস্কারের মাধ্যমেই প্রকৃত উন্নতি সম্ভব বলে তিনি দাবি করেন। তাঁর মতে, প্রশাসন তার কাজ করবে, কিন্তু একে অপরের জন্য সামাজিক দায়িত্ব পালন করতে হবে সাধারণ মানুষকেও।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy