২০২৪ সালের জুলাই মাসের পর ফের একবার বড়সড় মাসুল বৃদ্ধির পথে হাঁটতে চলেছে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি। ২০২৬ সালের গোড়াতেই রিলায়েন্স জিও (Jio), ভারতী এয়ারটেল (Airtel) এবং ভোডাফোন আইডিয়া (Vi) তাদের প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম ১৬ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এর ফলে সাধারণ গ্রাহকদের মাসিক খরচ অনেকটাই বেড়ে যাবে।
সম্ভাব্য দাম কত বাড়তে পারে? ২০ শতাংশ ট্যারিফ বৃদ্ধির হিসেব অনুযায়ী:
-
এয়ারটেল: বর্তমানের ৩১৯ টাকার ২৮ দিনের ৫জি প্ল্যানটি বেড়ে হতে পারে ৪১৯ টাকা।
-
রিলায়েন্স জিও: ২৯৯ টাকার (১.৫ জিবি দৈনিক ডেটা) প্ল্যানটি বেড়ে পৌঁছাতে পারে ৩৫৯ টাকায়। ৩৪৯ টাকার ২৮ দিনের ৫জি প্ল্যানটির দাম হতে পারে প্রায় ৪২৯ টাকা।
-
ভোডাফোন আইডিয়া: ৩৪০ টাকার ১ জিবি দৈনিক ডেটা প্ল্যানটির দাম বেড়ে দাঁড়াতে পারে ৪১৯ টাকায়। অন্যদিকে, ৫৬ দিনের ৫৭৯ টাকার প্ল্যানটির জন্য গ্রাহকদের গুনতে হতে পারে ৬৯৯ টাকা।
কেন বাড়ছে দাম? বিশেষজ্ঞদের মতে, কোম্পানিগুলি তাদের ‘অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার’ বা গড় ব্যবহারকারী আয় (ARPU) বৃদ্ধি করতে চাইছে। অনেক ক্ষেত্রে কোম্পানিগুলি সরাসরি দাম না বাড়িয়ে প্ল্যানের বৈধতা (Validity) বা ডেটা সুবিধা কমিয়ে দিয়েও গ্রাহকদের খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে একই সুবিধা পেতে ব্যবহারকারীদের এখনকার চেয়ে মাসে ৮০ থেকে ১০০ টাকা অতিরিক্ত খরচ করতে হতে পারে।