উত্তরবঙ্গের কোচবিহারের মাথাভাঙায় নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মাথাভাঙার বাইশগুড়ি অঞ্চলে জঙ্গলে গিয়ে এক মহিলা বন্যপ্রাণীর হামলায় গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই মহিলার দাবি, তাঁর ওপর বাঘ হামলা চালিয়েছে। তবে সেটি বাঘ নাকি অন্য কোনো বন্য জন্তু, তা খতিয়ে দেখছে বন দফতর।
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন বনাঞ্চলে বারবার বাঘের পায়ের ছাপ ও নখের আঁচড় দেখা গেলেও সরকারি নথিতে এখনও তার শক্তপোক্ত প্রমাণ মেলেনি। ২০২২ সালের বাঘ শুমারিতে নির্ভরযোগ্য ছবি না পাওয়ায় নেওরাভ্যালি জাতীয় উদ্যান স্বীকৃতির বাইরে ছিল। তবে ২০২৪ সাল পর্যন্ত সেখানে প্রায় ২৪টি বাঘের ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। আসন্ন বাঘ গণনার আগে নেওরাভ্যালিতে আরও আধুনিক ট্র্যাপ ক্যামেরা বসাচ্ছে বন দফতর। অন্যদিকে, চলতি মাসের শুরুতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপেন্দ্রনগরেও বাঘের পায়ের ছাপ ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। উত্তরে ও দক্ষিণে—রাজ্যের দুই প্রান্তেই বাঘের এই আনাগোনা এখন প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।