‘চিকেনস নেক’ রক্ষায় দুর্ভেদ্য দেওয়াল! এবার মিজোরামে চতুর্থ সামরিক ঘাঁটি গড়ছে ভারতীয় সেনা

ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডরকে সুরক্ষিত করতে এবার বড়সড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। নেপাল, ভুটান, বাংলাদেশ ও চীনের সীমান্তের মাঝে অবস্থিত মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু করিডরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে যুক্ত রাখে। এই করিডরের নিরাপত্তা নিশ্চিত করতে এবার মিজোরামে চতুর্থ একটি সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা চূড়ান্ত করছে সেনা।

সম্প্রতি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর চীন ও পাকিস্তানের সঙ্গে তাদের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে ‘চিকেনস নেক’কে রিং-ফেন্সিং বা নিরাপত্তার ঘেরাটোপে বাঁধতে ইতিমধ্যে অসমের ধুবড়ি, বিহারের কিষাণগঞ্জ এবং পশ্চিমবঙ্গের চোপড়ায় তিনটি ঘাঁটি স্থাপন করা হয়েছে। এবার চতুর্থ রক্ষাকবচ হিসেবে মিজোরামের ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে নতুন ব্যাটালিয়ন মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি পূর্বাঞ্চলীয় কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি মিজোরামের কৌশলগত আউটপোস্টগুলি পরিদর্শন করেছেন। বিশেষ করে ভারত-মায়ানমার-বাংলাদেশ ত্রি-সীমান্তের কাছে অবস্থিত পারভা আউটপোস্টটি খতিয়ে দেখা হয়েছে। উদ্দেশ্য স্পষ্ট—যেকোনো রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় শক্তির হুমকি থেকে উত্তর-পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার যেকোনো চেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করা। এই নতুন ঘাঁটি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও নিশ্ছিদ্র ও বহুস্তরীয় করে তুলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy