শীতের সকালে রাজ্যে পৃথক দুটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মহিলা-সহ দুই জনের। আহত হয়েছেন অন্তত ১০ জন। হাওড়ার ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কের নিবরা বাসস্ট্যান্ডে ঘটে প্রথম দুর্ঘটনাটি। জানা গিয়েছে, বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা এক মহিলাকে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগামী বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ছিটকে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। গুরুতর আহত ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বাইক আরোহী আরও এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রাদলের বাস। দুর্গাপুর থেকে নয়াগ্রাম যাওয়ার পথে গোদাপিয়াশালের কাছে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকাই এই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। বাসে থাকা ৩৫ জন যাত্রীর মধ্যে ৯ জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। একের পর এক এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা ও কুয়াশার সতর্কতা নিয়ে ফের প্রশ্ন তুলে দিল।