২৬-এর মহারণের আগে মেখলিগঞ্জে তৃণমূলের রক্তক্ষরণ! ১০০ পরিবারের পদ্ম শিবিরে যোগদান

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজতে এখনও দেরি থাকলেও, কোচবিহারের মেখলিগঞ্জে রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। রবিবার মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস শিবিরে বড়সড় ধস নামিয়ে ফের নিজেদের শক্তির জানান দিল বিজেপি। এদিন তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন প্রায় ১০০টি পরিবার। নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বিজেপিতে যোগ দিয়েই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, দলে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করার পরিবেশ হারিয়ে যাচ্ছিল এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দলত্যাগীদের দাবি, উন্নয়নের সুফল প্রকৃত মানুষের কাছে পৌঁছাচ্ছে না, তাই বাধ্য হয়েই তাঁরা মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।

বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, মানুষের মোহভঙ্গ হচ্ছে এবং মেখলিগঞ্জসহ গোটা কোচবিহার থেকে তৃণমূলের আধিপত্য শেষ হতে চলেছে। এই গণযোগদান আগামীর লড়াইয়ে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, এই ভাঙনকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শিবির। তাঁদের দাবি, এতে সংগঠনের কোনো ক্ষতি হবে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy