আজ মরশুমের শীতলতম দিন, তার ওপর ছুটির দিন রবিবার। কিন্তু আজ শহর কলকাতার রাজপথ থাকবে রানারদের দখলে। রবিবার ২১ ডিসেম্বর সকালে কলকাতায় ম্যারাথনের (Kolkata Marathon) আসর বসেছে। আর এই মেগা ইভেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করতে ভোর ৪টে থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় কড়া ট্রাফিক বিধিনিষেধ জারি করেছে কলকাতা পুলিশ। দুপুর ১টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে, রেড রোড গত রাত ১১টা থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আজ ভোর থেকে মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড, আউটরাম রোড এবং কুইন্সওয়েতে সাধারণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ। এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস পর্যন্ত অংশটিও ব্যবহারের অযোগ্য থাকবে। ম্যারাথনের জন্য ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড ও জেএল নেহেরু রোডে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। ট্রাম পরিষেবাও একাধিক রুটে বন্ধ থাকবে।
দক্ষিণ কলকাতার যাতায়াতেও ব্যাপক রদবদল করা হয়েছে। গড়িয়াহাট ফ্লাইওভারের পূর্ব দিক দিয়ে উত্তরমুখী যান চলাচল করবে। বালিগঞ্জ সার্কুলার রোডের গাড়িগুলিকে রিচি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শরৎ বোস রোড ও এসপি মুখার্জি রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বেহালা ও হাওড়াগামী বাসের রুটও পরিবর্তন করা হয়েছে। ভোগান্তি এড়াতে সাধারণ মানুষকে বিকল্প হিসেবে সোয়াইনহো স্ট্রিট বা ব্যান্ডেল রোড ব্যবহার করার পরামর্শ দিয়েছে লালবাজার।