বিয়ের মরশুমে সোনা ও রুপোর দামে বড়সড় ডামাডোল! গত এক সপ্তাহে দেশীয় বাজারে সোনার দামে কিছুটা স্বস্তি মিললেও, রুপোর ঊর্ধ্বমুখী দৌড় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। IBJA-এর রিপোর্ট অনুযায়ী, গত ৫টি ট্রেডিং দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৯৩১ টাকা কমেছে। তবে উল্টো চিত্র ধরা পড়েছে রুপোর ক্ষেত্রে, যেখানে এক সপ্তাহেই দাম বেড়েছে ১৫,০০০ টাকারও বেশি।
ক্যারেট অনুযায়ী সোনার বর্তমান দাম (প্রতি ১০ গ্রাম):
-
২৪ ক্যারেট: ১,৩১,৭৭৯ টাকা
-
২২ ক্যারেট: ১,২৮,৬২০ টাকা
-
২০ ক্যারেট: ১,১৭,২৮০ টাকা
-
১৮ ক্যারেট: ১,০৬,৭৪০ টাকা
-
১৪ ক্যারেট: ৮৫,০০০ টাকা
রুপোর বাজারে অগ্নিমূল্য: MCX-এ রুপোর দাম সমস্ত রেকর্ড ভেঙে বর্তমানে প্রতি কেজি ২,০৮,০০০ টাকায় পৌঁছেছে। মাত্র এক সপ্তাহে রুপো কেজি প্রতি ১৫,১৪৯ টাকা মহার্ঘ হয়েছে। গয়না কেনার সময় মনে রাখবেন, উল্লিখিত দামের ওপর অতিরিক্ত GST এবং মেকিং চার্জ যুক্ত হবে, যা শহরভেদে আলাদা হতে পারে।