ধূমকেতু’তে শুভশ্রী প্রথম পছন্দ ছিলেন না, ছিলেন অন্য কেউ! নেপথ্যে বড় রহস্য?

২০২৫ সালে টলিউড এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে। দীর্ঘ ১৪ বছরের আইনি ও ব্যবসায়িক জটিলতা কাটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। গত ১৪ আগস্ট মুক্তি পাওয়া এই ছবির হাত ধরেই প্রায় এক যুগ পর এক মঞ্চে দেখা গিয়েছে টলিপাড়ার একসময়ের চর্চিত এই প্রাক্তন জুটিকে। কিন্তু এই ছবির কাস্টিং নিয়ে এবার সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, দেবের বিপরীতে নায়িকা হিসেবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নন, বরং প্রথম পছন্দ ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

ছবির প্রাথমিক পরিকল্পনার সময় প্রযোজক ও দেবের পক্ষ থেকে শ্রাবন্তীর সঙ্গেই যোগাযোগ করা হয়েছিল। এমনকি চুক্তিও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু কাজ শুরুর ঠিক আগে নাটকীয়ভাবে বদলে যায় সিদ্ধান্ত। আসলে সেই সময় দেব-শুভশ্রীর প্রেম সদ্য ভেঙেছে, আর দর্শকদের আবেগকে কাজে লাগাতে এই ‘প্রাক্তন’ জুটিকে পর্দায় ফেরানোই সেরা বিপণন কৌশল বলে মনে করেছিলেন নির্মাতারা। এই ব্যবসায়িক কারণেই শেষ মুহূর্তে শ্রাবন্তীকে সরিয়ে শুভশ্রীকে নেওয়া হয়।

সম্প্রতি এক পডকাস্টে শ্রাবন্তী নিজেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোনো তিক্ততা নয়, বরং অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গেই তিনি বিষয়টি মেনে নিয়েছিলেন। শ্রাবন্তীর কথায়, “হয়তো ওই চরিত্রের জন্য শুভশ্রীই বেশি যোগ্য ছিল।” উল্লেখ্য, দেব ও শ্রাবন্তী জুটি বেঁধে ‘বুনোহাঁস’-এর মতো প্রশংসিত কাজ করলেও, ‘ধূমকেতু’-র সাফল্য ও দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন প্রমাণ করে দিয়েছে যে নির্মাতাদের সেই ঝুঁকি সার্থক হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy