নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা জনসভাকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক পারদ। সেই সভার মঞ্চ থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাষায় আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এসআইআর (SIR) এবং নাগরিকত্ব ইস্যুতে যখন রাজ্য রাজনীতি উত্তপ্ত, তখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই সুর চড়ালেন সুকান্ত।
মুখ্যমন্ত্রীর ‘স্বনির্ভর হওয়ার জন্য ঘুগনি বিক্রি’র পরামর্শকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার এদিন বলেন, “মুখ্যমন্ত্রী বলেন ঘুগনি বিক্রি করে কোটিপতি হওয়া যায়। যদি ঘুগনি বেচেই কোটিপতি হওয়া সম্ভব হয়, তবে তাঁর ভাইপো গরু বিক্রি করতে গেলেন কেন?” সুকান্তর এই মন্তব্যে কার্যত হাসির রোল ওঠে সভায়। পাশাপাশি এসআইআর নিয়ে তৃণমূলের ‘অপপ্রচার’ বন্ধের দাবি তুলে তিনি বলেন, মানুষ এবার সব বুঝে গিয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর সভার আগে সুকান্তর এই ‘ভাইপো’ আক্রমণ নদিয়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। ভোটমুখী বাংলায় কর্মসংস্থান আর দুর্নীতিকে হাতিয়ার করেই যে বিজেপি এগোতে চাইছে, সুকান্তর কথাতেই তা স্পষ্ট।