জাতীয় নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকা প্রকাশ পেতেই রাজ্যজুড়ে শোরগোল। কোথাও জ্যান্ত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, আবার কোথাও ভোটার তালিকা থেকে বেমালুম গায়েব হয়ে গিয়েছেন শয়ে শয়ে মানুষ। সবথেকে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে উত্তর ২৪ পরগনার বাগদা থেকে, যেখানে একটি নির্দিষ্ট বুথের এক-তৃতীয়াংশ ভোটারেরই কোনো হদিস নেই।
বাগদার সেই রহস্যময় বুথ:
-
গণ উধাও: বাগদার ওই বুথে মোট ভোটার সংখ্যা ৪৯০। এর মধ্যে ১৬৫ জন ভোটারের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অর্থাৎ বুথের মোট ভোটারের ৩৪ শতাংশই নিখোঁজ!
-
ব্যর্থ প্রশাসনিক তৎপরতা: ভোটারদের খুঁজে বের করতে মাইকে প্রচার চালানো হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
-
ভুল তথ্যের পাহাড়: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসছে যে, অনেক জীবিত ভোটারকে সরকারি নথিতে মৃত হিসেবে দেখানো হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর এই ‘নিখোঁজ’ রহস্য নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক দলগুলো। কীভাবে একটি বুথ থেকে এতজন মানুষ নিখোঁজ হতে পারেন, তা নিয়ে প্রশাসনের অন্দরেও তৈরি হয়েছে চাঞ্চল্য।