আইপিএল নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকার রেকর্ড অঙ্কে মোস্তাফিজুর রহমানকে দলে টেনে তাক লাগিয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশি এই পেসারকে ডেরায় তুলেছিল শাহরুখ খানের দল। কিন্তু উৎসবের রেশ কাটতে না কাটতেই কেকেআর শিবিরে আশঙ্কার মেঘ। টুর্নামেন্টের পুরোটা সময় কি ‘ফিজ’-এর সার্ভিস আদৌ পাওয়া যাবে?
কেন অনিশ্চিত মোস্তাফিজুর? সমস্যার মূলে রয়েছে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ। আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী বর্তমানে বাংলাদেশ ১০ নম্বরে। নিয়ম বলছে, সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে হলে ২০২৭-এর ফেব্রুয়ারির মধ্যে র্যাঙ্কিং-এ প্রথম ৯-এ থাকতে হবে। আর এই র্যাঙ্কিং লড়াইয়ের কারণেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) তাদের সেরা অস্ত্রকে ছেড়ে দিতে নারাজ।
মাঝপথেই ফিরতে হবে দেশে: আগামী ২৬ মার্চ আইপিএল শুরু হলেও ১৬ এপ্রিল থেকে ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজ রয়েছে। বিসিবি প্রধান নাজমুল হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওডিআই র্যাঙ্কিং উন্নত করতে কোনো ঝুঁকি নেবে না বোর্ড। ফলে আইপিএল চলাকালীন অন্তত ৮ দিনের জন্য বাংলাদেশে ফিরতেই হবে মোস্তাফিজুরকে। প্লে-অফ বা গুরুত্বপূর্ণ মরণ-বাঁচন ম্যাচের আগে তাঁর এই অনুপস্থিতি কেকেআর-এর বোলিং লাইনআপকে দুর্বল করে দিতে পারে।
বিসিবির কড়া অবস্থান: বিসিবি প্রধান নাজমুল হাসান বলেন, “আমরা যদি নিরাপদ র্যাঙ্কিং-এ থাকতাম, তবে পুরো টুর্নামেন্টের এনওসি (NOC) দেওয়ার কথা ভাবতাম। কিন্তু এখন সরাসরি বিশ্বকাপ খেলার প্রশ্ন। তাই এই জায়গাটিতে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই।” তাঁর মতে, আইপিএল-এর মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলে মোস্তাফিজুর জাতীয় দলে ফিরলে সেটি বাংলাদেশের জন্যই লাভজনক হবে।
কোটি কোটি টাকা খরচ করে মোস্তাফিজুরকে কিনলেও, মরসুমের সব ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে এখন কপালে চিন্তার ভাঁজ কেকেআর ম্যানেজমেন্টের। বিদেশি পেসারদের ব্যাকআপ নিয়ে এখন থেকেই নতুন ছক কষতে হতে পারে নাইটদের।