বৈদিক জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, প্রেম এবং ঐশ্বর্যের কারক হিসেবে গণ্য করা হয়। বৃহস্পতির পর শুক্রকেই সবচেয়ে শুভ গ্রহ মনে করেন জ্যোতিষীরা। আগামী ২০ ডিসেম্বর এই প্রেমের দেবতা শুক্র নিজের রাশি পরিবর্তন করে বৃহস্পতি শাসিত ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন। ২০২৫ সালের এটাই শুক্রের শেষ রাশি পরিবর্তন। এই গোচরের ফলে বছরের শেষে লটারি লাগতে চলেছে ৪টি রাশির জাতকদের। খুব কম পরিশ্রমেই এঁরা পেতে পারেন বিপুল অর্থ।
দেখে নিন কোন কোন রাশির সৌভাগ্য তুঙ্গে:
১. মেষ রাশি (Aries): শুক্রের এই গোচর আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কাজে যারা যুক্ত, তাদের সাফল্যের সম্ভাবনা প্রবল। আর্থিক উন্নতি হওয়ার পাশাপাশি আটকে থাকা কাজগুলো দ্রুত শেষ হবে। প্রেমের জীবনেও আসতে চলেছে দারুণ কোনো মোড়।
২. সিংহ রাশি (Leo): আপনার ব্যক্তিত্ব ও আকর্ষণ ক্ষমতা কয়েকগুণ বেড়ে যাবে। কর্মক্ষেত্রে আপনার বুদ্ধির প্রশংসা করবেন সবাই। বিশেষ করে শিল্পী বা সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অংকের রিটার্ন পাওয়ার যোগ রয়েছে।
৩. তুলা রাশি (Libra): হঠাৎ করেই হাতে আসতে পারে প্রচুর টাকা। পারিবারিক অশান্তি মিটে গিয়ে মানসিক শান্তি ফিরবে। যারা পড়াশোনার সাথে যুক্ত, সেই শিক্ষার্থীদের জন্য এটি সেরা সময়। এমনকি কোনো আইনি লড়াই বা আদালতের মামলা চললে, তার রায় আপনার পক্ষেই আসার সম্ভাবনা বেশি।
৪. ধনু রাশি (Sagittarius): শুক্র যেহেতু আপনার রাশিতেই প্রবেশ করছে, তাই আপনিই হবেন সবচেয়ে বেশি লাভবান। আপনার আত্মবিশ্বাস আকাশছোঁয়া হবে। বিয়ে নিয়ে যারা চিন্তিত ছিলেন, তাদের বাধা কেটে যাবে। অতীতের ভুলগুলো শুধরে নিয়ে নতুন কোনো বড় কাজ শুরু করার এটাই সুবর্ণ সুযোগ।
বিশেষ টিপস: শুক্রের শুভ প্রভাব বাড়াতে নিয়মিত সাদা রঙের পোশাক পরতে পারেন অথবা গরুকে গুড় ও আটা খাওয়াতে পারেন।