বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গরম-গরম বাক্য বিনিময়ের ঘটনা এখন জাতীয় রাজনীতির মুচমুচে চর্চার অংশ। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে মুখ খুলে এই বিষয়ে অমিত শাহের উপর পাল্টা চাপ সৃষ্টি করেছেন রাহুল।
সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় (বুধবার)
এসআইআর (SIR) নিয়ে আলোচনার সময় এই ঘটনার সূত্রপাত হয়। রাহুল গান্ধীর বক্তব্য পেশ করা হয়ে যাওয়ার পর অমিত শাহ বলতে উঠেছিলেন। ঠিক তখনই রাহুল হঠাৎ করে শাহের ভাষণের মাঝে ঢুকে পড়েন:
-
রাহুলের চ্যালেঞ্জ: রাহুল গান্ধী উঠে দাঁড়িয়ে বলেন, “আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সাংবাদিকদের সামনে আমার সঙ্গে বিতর্ক করুন। উত্তর প্রদেশ এবং হরিয়ানার নির্বাচন নিয়েও কিছু বলুন।”
-
শাহের প্রতিক্রিয়া: এরপরই সুর সপ্তমে চড়িয়ে অমিত শাহ রাহুলকে ধমক দেন। তিনি বলেন, “সংসদীয় নিয়ম-নীতি সম্পর্কে আমার বহু বছরের অভিজ্ঞতা। বিরোধী দলনেতা আমাকে বলছেন, আগে তাঁর প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু আমি আপনাকে বলে দিতে চাই, আপনার নির্দেশ মেনে সংসদ চলবে না। আমি কী বলব, কখন বলব, সবটাই আমার সিদ্ধান্ত।”
বৃহস্পতিবার রাহুলের মন্তব্য
বুধবার ঘটনার পর রাহুল কোনও উচ্চবাচ্য না করলেও, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমিত শাহের ‘মানসিক চাপের’ কথা তুলে ধরেন। এমনকি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর উদ্দেশে অকথ্য শব্দ প্রয়োগ করেছেন বলেও অভিযোগ করেন রাহুল।
রাহুল গান্ধী বলেন:
মানসিক চাপ: “উনি খুব চাপে রয়েছেন। উল্টোপাল্টা কথা বলে ফেলেছেন। হাত-পা কাঁপছিল। মানসিক ভাবে খুব চাপে রয়েছে। গোটা দেশ দেখেছে।”
জবাব না দেওয়া: “আমি যে সকল কথাগুলো বললাম, তার তো জবাবই দিলেন না। আমি তো ওনার মুখের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। কিন্তু উনি তো কিছুই জবাব দিলেন না।”