‘পথশ্রী’ প্রকল্পকে ‘ঢপশ্রী’ বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর! টেন্ডারে ঠিকাদারদের অনীহা, ‘২ কিলোমিটার রাস্তা বানাতেও রাজি নন সিংহভাগ ঠিকাদার’।

পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ সড়ক নির্মাণ প্রকল্প ‘পথশ্রী’ নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই প্রকল্পকে ‘ঢপশ্রী’ বলে উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার একটি সংশ্লিষ্ট তালিকা যুক্ত করে এক্স (পূর্বে টুইটার) বার্তায় শুভেন্দু অধিকারী লেখেন:

“’ঢপশ্রী’ প্রকল্পের টেন্ডারের বাস্তবতা জানান দিচ্ছে যে, এই রাজ্য সরকারের ওপর মানুষ আস্থা হারিয়েছে। আজ কৃষ্ণনগরের মঞ্চ থেকে মাননীয়া যতোই হম্বি-তম্বি করুন না কেন, পথশ্রী প্রকল্পে ২০ হাজার কিলোমিটার রাস্তা দূর অস্ত, এই মেয়াদ উত্তীর্ণ সরকারের বিদায় বেলায় সিংহভাগ ঠিকাদার বন্ধুরা ২ কিলোমিটার রাস্তা বানাতেও রাজি হচ্ছেন না!”

বিরোধী দলনেতার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এদিনই কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছিলেন। শুভেন্দু অধিকারীর দাবি, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের এই ফ্ল্যাগশিপ প্রকল্পের টেন্ডার নিয়ে ঠিকাদারদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে, যা রাজ্য সরকারের ওপর মানুষের আস্থাহীনতার প্রমাণ।

রাজ্য সরকারের নতুন পোর্টাল উদ্যোগ

প্রসঙ্গত, গ্রামীণ বাংলা ও শহরাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে রাজ্যের দু’টি ফ্ল্যাগশিপ প্রকল্প— ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজে আরও গতি আনতে সম্পূর্ণ পৃথক ও নতুন ই-টেন্ডার পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই উদ্যোগের মধ্যেই শুভেন্দু অধিকারীর এই আক্রমণ রাজ্য-রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy