শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের ৩০০০ অভিযোগের প্রমাণ পেয়েছে CBI! কলকাতা হাইকোর্টে জমা পড়ল অনুসন্ধান রিপোর্ট, বাড়ছে বিপদ।

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগের তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করেছে সিবিআই (CBI)। সূত্র মারফত জানা যাচ্ছে, সিবিআই-এর অনুসন্ধান রিপোর্টে বলা হয়েছে, জমি দখল সংক্রান্ত অভিযোগের মধ্যে প্রায় ৩,০০০ অভিযোগের যথাযথ তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।

অনুসন্ধানে ‘শাহজাহান বাহিনীর’ ভূমিকা

  • জোর করে জমি দখল: স্থানীয় বাসিন্দাদের অভিযোগের সারবত্তা রয়েছে বলেই সিবিআই-এর অনুসন্ধানে প্রমাণ মিলেছে। এই মর্মে সংস্থাটি কলকাতা হাইকোর্টে অনুসন্ধান রিপোর্ট পেশ করেছে।

  • ভাইয়ের নেতৃত্বে বাহিনী: সূত্রের খবর, জমি দখলের ক্ষেত্রে শেখ শাহজাহানের ভাইয়ের নেতৃত্বে এলাকায় ‘শাহজাহান বাহিনী’ কাজ করত, যার প্রমাণ মিলেছে।

তদন্তকারীরা প্রায় তিন হাজার অভিযোগ খতিয়ে দেখেছেন। তারমধ্যে অধিকাংশ তথ্যই কলকাতা হাইকোর্টে জমা পড়েছে বলে জানা যাচ্ছে। যদি এই জমি দখলের অনুসন্ধান রিপোর্টের সত্যতা আদালতে প্রমাণিত হয়, তাহলে শাহজাহানের বিপদ আরও বাড়তে পারে এবং তাঁর জামিন পেতেও বড় ধরনের সমস্যা হতে পারে।

শাহজাহানের বিরুদ্ধে মামলার প্রেক্ষাপট ও নতুন বিতর্ক

২০২৪ সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে মূলত রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সেখানেই ইডি ব্যাপক বাধার মুখে পড়ে। সেই সময় থেকেই সন্দেশখালির তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান সংবাদ শিরোনামে উঠে আসেন। এরপর তাঁর বিরুদ্ধে জমি দখল-সহ একাধিক অভিযোগ উঠতে শুরু করে। তারই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে শুরু করেছিল সিবিআই।

সম্প্রতি শেখ শাহজাহান আবার একটি নতুন বিতর্কে জড়িয়েছেন। তাঁর একাধিক ঘটনার সাক্ষী ভোলা ঘোষ। আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। এই দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, শেখ শাহজাহান জেলে বসেই সাক্ষীকে হত্যার জন্য কলকাঠি নেড়েছেন। এই গুরুতর অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী শাহজাহানকে বাংলার বাইরে নিয়ে যাওয়ার আবেদনও জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy