নতুন বছর পড়তে আর মাত্র কয়েক দিন বাকি। এই নতুন বছরেই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগেই গ্রামাঞ্চলে সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা জোরদারভাবে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে নবান্ন। ‘পথশ্রী’ প্রকল্পকে সামনে রেখে গ্রামীণ রাস্তাঘাটে কাজের অগ্রগতি এবং সরকারের উদ্যোগ সরাসরি সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই রাজ্য এই ৯ দফা প্রচার পরিকল্পনা গ্রহণ করেছে।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, পথশ্রী প্রকল্পে রাজ্যের টাকায় ৯ হাজার কিলোমিটারেরও বেশি গ্রামীণ রাস্তা তৈরি বা মেরামত করা হবে। কীভাবে এই উদ্যোগ মানুষের কাছে তুলে ধরা হবে, তার বিস্তারিত ব্যাখ্যা জানিয়েছে রাজ্য সরকার।
নবান্নের ৯ দফা প্রচার কৌশল
| ক্রমিক | প্রচারের মাধ্যম | নির্দেশিকা |
| ১ | মাইকিং করে প্রচার | কোন গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন রাস্তা তৈরি বা মেরামত হচ্ছে, তা নিয়মিত মাইকে প্রচার করতে হবে। এর জন্য পাড়ায় পাড়ায় লাউডস্পিকার লাগানো বিশেষ গাড়ি ঘুরবে। |
| ২ | বাড়ি বাড়ি লিফলেট বিলি | হ্যান্ডবিল বা লিফলেট ছাপিয়ে তা পঞ্চায়েত স্তর থেকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। এতে রাস্তার কাজের তথ্য ও প্রকল্পের উদ্দেশ্য উল্লেখ থাকবে। |
| ৩ | হাটে-বাজারে অডিও ক্যাসেট | পঞ্চায়েত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে, পথশ্রী নিয়ে অডিও ক্যাসেট তৈরি করে তা গ্রামের হাটে-বাজারে নিয়মিত বাজাতে হবে, যাতে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছায়। |
| ৪ | হোর্ডিং, ফ্লেক্স, পোস্টার | প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পথশ্রী নিয়ে বড় বড় হোর্ডিং, ফ্লেক্স এবং পোস্টার লাগাতে হবে। কোথায় কোন রাস্তা তৈরি হবে, তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। |
| ৫ | শিলান্যাসের পরেই ট্যাবলো | রাস্তার কাজের শিলান্যাসের পরেই ট্যাবলো বের করতে হবে। গ্রামে ঘুরে দেখাতে হবে কী কাজ হতে চলেছে এবং প্রকল্পের অগ্রগতি। |
| ৬ | রাস্তার ধারে তথ্যসহ বোর্ড | যে রাস্তা তৈরি হবে, তার ধারে বড় বোর্ড বসাতে হবে। সেখানে উল্লেখ করতে হবে এটি রাজ্য সরকারের প্রকল্প এবং কাজের বিস্তারিত তথ্য। |
| ৭ | সোশ্যাল মিডিয়া প্রচার | জেলা এবং বিডিও স্তরে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাতে হবে। প্রকল্পের প্রতিটি অগ্রগতির ছবি ও তথ্য অনলাইনে শেয়ার করতে হবে। |
| ৮ | জনপ্রতিনিধিদের নিয়ে সভা | সরকারি উদ্যোগে জেলা, ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের নিয়ে সভা করতে হবে। |
| ৯ | সভায় ৫০% মহিলা উপস্থিতি | প্রতিটি সভায় অন্তত ৫০ শতাংশ মহিলাকে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা পথশ্রী নিয়ে সচেতন হন। |
নবান্ন সূত্রের খবর, বিধানসভা নির্বাচন সামনে রেখে গ্রামাঞ্চলে সরকারের উন্নয়নমূলক কাজকে আরও জোরদারভাবে তুলে ধরতেই এই ব্যাপক প্রচার পরিকল্পনা নেওয়া হয়েছে।