লোকসভায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে ‘E-Cigarette’ সেবনের গুরুতর অভিযোগ BJP-র! স্পিকার হতবাক, অধিবেশন তপ্ত।

বৃহস্পতিবার লোকসভার অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদদের বিরুদ্ধে সংসদ ভবনের ভেতরে ই-সিগারেট সেবনের গুরুতর অভিযোগ তুললেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। তাঁর এই অভিযোগ শুনে সংসদে উপস্থিত অনেকেই হতবাক হয়ে যান।

কারও নাম সরাসরি উল্লেখ না করেই অনুরাগ ঠাকুর অধ্যক্ষ ওম বিড়লাকে সম্বোধন করে প্রশ্ন তোলেন, “স্যর, সদনকে জানাতে চাই, সারা দেশে ই-সিগারেট ব্যান। স্পিকার কি সদনে তার অনুমতি দিয়েছেন?” ওম বিড়লা উত্তরে বলেন, ‘না’। এর পরেই অনুরাগ ঠাকুর সরাসরি অভিযোগ করেন, “তৃণমূলের সাংসদ খাচ্ছেন।”

অনুরাগ ঠাকুর এখানেই থামেননি। তিনি আরও অভিযোগ তোলেন, “কয়েকদিন ধরে টানা বসে বসে খাচ্ছেন।”

স্পিকারের হুঁশিয়ারি ও বিতর্কের ঝড়

অনুরাগের অভিযোগ শুনে স্পিকার ওম বিড়লা সকল সদস্যকে সংসদীয় পরম্পরা ও নিয়ম মেনে চলার কথা বলেন। তিনি বলেন, “সংসদীয় রীতিনীতি এবং নিয়মকানুন পালন করতে হবে আপনাদের। এমন কোনও অভিযোগ এলে আমি নিশ্চয়ই খতিয়ে দেখব এবং উপযুক্ত পদক্ষেপ করব।”

ই-সিগারেট প্রসঙ্গে তিনি বলেন, “তামাক পুড়িয়ে বিড়ি-সিগারেট খাওয়া নয়, ই-সিগারেট নাম শুনলেই বোঝা যায়, এ হল ধূমপানের ডিজিটালাইজেশন।”

অনুরাগের এই অভিযোগ জানানোর পরই লোকসভার অধিবেশন তপ্ত হয়ে ওঠে। বিজেপির অন্য সাংসদরাও উঠে দাঁড়িয়ে একযোগে অভিযোগ জানাতে শুরু করেন। এই নিয়ে তুমুল বচসা শুরু হলে স্পিকার সকলকে সংযত হতে নির্দেশ দেন। দেশে যখন ই-সিগারেট নিষিদ্ধ, তখন সংসদের ভেতরে এর ব্যবহারের অভিযোগ স্বাভাবিকভাবেই তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy