তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং নতুন দল ঘোষণার মাধ্যমে বিধানসভা নির্বাচনের আগে ফের শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীর। ২০২১ সালের ভোটে তৃণমূলের টিকিটে জয়ী হওয়া এই পেশায় ব্যবসায়ী নেতার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কৌতূহল স্বাভাবিকভাবেই বেড়েছে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় দাখিল করা হলফনামা অনুযায়ী, হুমায়ুন কবীর এবং তাঁর পরিবারের সম্পত্তির বিবরণ নিচে দেওয়া হলো:
১. আয় (বার্ষিক)
হুমায়ুনের বার্ষিক আয়ের পরিমাণ (২০১৯-২০ অর্থবর্ষে) ছিল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৬০ টাকা। যদিও ২০১৫-১৬ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২ লক্ষ ৬৯ হাজার ২৪০ টাকা।
| অর্থবর্ষ | হুমায়ুন কবীরের আয় (টাকা) | মীরা সুলতানার আয় (টাকা) |
| ২০১৫-১৬ | ২,৬৯,২৪০ | ৪,৯৯,৩৬০ |
| ২০১৯-২০ | ৩,৮৭,৬৬০ | ৩,৮৮,৬৫৪ |
বিধায়কের স্ত্রী মীরা সুলতানার আয়ও লক্ষাধিক। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৩ লক্ষ ৮৮ হাজার ৬৫৪ টাকা। এছাড়া, বর্তমানে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, হুমায়ুন-পুত্র গোলাম নবী আজাদের বার্ষিক আয়ও প্রায় ৩ লক্ষ টাকা (২০১৯-২০ তে ৩,৪৯,০৪০ টাকা)।
২. অস্থাবর সম্পত্তি ও বিনিয়োগ
২০২১ সালের হলফনামা অনুযায়ী, হুমায়ুনের হাতে নগদ ছিল ১ লক্ষ ৭৫ হাজার টাকা এবং তাঁর স্ত্রীর হাতে ছিল ২৫ হাজার টাকা।
-
গাড়ি ও যানবাহন: হুমায়ুনের নামে ৪ লক্ষ টাকার একটি টাটা সাফারি গাড়ি রয়েছে। স্ত্রীর নামে রয়েছে ৮ লক্ষ টাকা মূল্যের একটি জেসিবি।
-
সোনা ও গয়না: হুমায়ুনের স্ত্রীর নামে ১৯ লক্ষ ১৫ হাজার টাকার সোনা রয়েছে।
-
বীমা ও বিনিয়োগ: হুমায়ুনের নামে ৪ লক্ষ ৬৩ হাজার, ১ লক্ষ ৯৯ হাজার, ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার মোট চারটি জীবনবিমা ছিল। এছাড়া ৫০ হাজার টাকা করে তিনটি এলআইসি (LIC) ছিল।
৩. স্থাবর সম্পত্তি
হুমায়ুন কবীরের নামে থাকা স্থাবর সম্পত্তির মোট মূল্য উল্লেখযোগ্য।
-
জমি: হুমায়ুনের নামে ১.৭ একর জমি রয়েছে। মুর্শিদাবাদের রেজিনগরে দুটি ও বহরমপুরে একটি জমি রয়েছে। তিনটির মোট মূল্য ছিল আনুমানিক ১৩ লক্ষ ৬৫ হাজার টাকা।
-
ফ্ল্যাট: কলকাতার রাজারহাটে ও কলিন স্ট্রিটে দুটি ফ্ল্যাট রয়েছে হুমায়ুনের নামে। ২০২১ সালে ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য ছিল ৩৫ লক্ষ টাকা।
২০২১ সালের হিসেব অনুযায়ী, হুমায়ুনের নামে থাকা মোট সম্পত্তির পরিমাণ ২৭ লক্ষ ১০ হাজার ৪৩০ টাকা এবং তাঁর স্ত্রীর কাছে থাকা সম্পত্তির অঙ্ক ৩০ লক্ষ ৭০ হাজার টাকা। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতিতে রাজনৈতিক মহলের নজর রয়েছে।