রাজ্যের উন্নয়নমূলক কাজগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে এবং প্রশাসনিক দীর্ঘসূত্রিতা এড়াতে এবার তৎপর হলো রাজ্যের অর্থ দফতর। গ্রামীণ বাংলা ও শহরাঞ্চলে পরিকাঠামো উন্নয়নে রাজ্যের দু’টি ফ্ল্যাগশিপ প্রকল্প— ‘পথশ্রী’ এবং ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর কাজে আরও গতি আনতে সম্পূর্ণ পৃথক ও নতুন ই-টেন্ডার পোর্টাল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতদিন রাজ্যের সমস্ত সরকারি দফতরের টেন্ডার সংক্রান্ত যাবতীয় কাজ একটি মাত্র পোর্টাল (wbtenders.gov.in)-এর মাধ্যমে সম্পন্ন হত। নবান্নের তরফে জানানো হয়েছে, এই পুরনো পোর্টালে কাজের অত্যাধিক চাপের ফলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছিল, যা পরোক্ষভাবে উন্নয়নের কাজে বাধা সৃষ্টি করছিল।সেই সমস্যা কাটাতে ও চলতি অর্থবর্ষের মধ্যেই নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে www.tenders.wb.gov.in নামে একটি নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। অর্থ দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, নতুন এই পোর্টালটি পুরনো ব্যবস্থারই একটি প্রতিরূপ বা রেপ্লিকা, যা শুধুমাত্র এই দু’টি বিশেষ প্রকল্পের জন্যই ব্যবহার করা হবে। ফলে মূল পোর্টালে চাপ কমবে এবং দু’টি পোর্টালই সমান্তরালভাবে দ্রুত গতিতে কাজ করতে পারবে।বিশাল আর্থিক বরাদ্দ এবং কাজের পরিধিরাজ্য সরকারের এই উদ্যোগের পিছনে রয়েছে এক বিশাল আর্থিক বরাদ্দ এবং কাজের সংখ্যা। নবান্ন সূত্রে খবর, বর্তমানে রাজ্য সরকার যতগুলি প্রকল্প রূপায়ণ করছে, তার মধ্যে সবথেকে বেশি সংখ্যক কাজ হচ্ছে এই দু’টি প্রকল্পে।’আমাদের পাড়া আমাদের সমাধান’: এই প্রকল্পের আওতায় জল, নিকাশি বা মেরামতির মতো প্রায় সাড়ে ৯ লক্ষ স্কিম হাতে নেওয়া হয়েছে, যার মোট আর্থিক খরচ প্রায় আট হাজার কোটি টাকা।’পথশ্রী’: গ্রামীণ ও শহুরে রাস্তা মিলিয়ে এই প্রকল্পে প্রায় ১৬,৬০০ কোটি টাকার কাজ চলছে।গ্রামীণ ও শহরাঞ্চলে পথশ্রী প্রকল্পের লক্ষ্যমাত্রা:প্রকল্পের নামকাজের লক্ষ্যমাত্রা (প্রায়)রাস্তার দৈর্ঘ্য (প্রায়)পথশ্রী (গ্রামীণ)৯,০০০ নতুন রাস্তা১৫,০১১ কিলোমিটারপথশ্রী (আরবান)১১,৩৬৫ নতুন রাস্তা৫,০১৯ কিলোমিটারটেন্ডার প্রক্রিয়া সরল করতে নতুন পোর্টালে অনুমতিগ্রাম ও শহর মিলিয়ে এই বিপুল পরিমাণ রাস্তা তৈরির কাজ যাতে আমলাতান্ত্রিক বা যান্ত্রিক কারণে আটকে না থাকে, তা নিশ্চিত করতেই অর্থ দফতর তৎপর হয়েছে।স্বচ্ছতা বজায় রাখতে, কিছু নির্দিষ্ট দফতর ও কর্তৃপক্ষকে কেবলমাত্র এই নতুন পোর্টালে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।গ্রামীণ কাজের জন্য: জেলাশাসকের দফতর, বিডিও অফিস, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতগুলি।শহরাঞ্চলের কাজের জন্য: KMDA, KMC, অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন পুরসভা এবং মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট।এই তালিকাভুক্ত সংস্থাগুলি ছাড়া বাকিরা তাদের নিয়মিত কাজের জন্য পুরনো পোর্টালই ব্যবহার করবে। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগেই সমস্ত অনুমোদিত প্রকল্পের কাজ শেষ করার দিকে কড়া নজর রাখছে নবান্ন।
Home
OTHER NEWS
‘পথশ্রী’ ও ‘আমাদের পাড়া’ প্রকল্পে গতি আনতে নতুন ই-টেন্ডার পোর্টাল! আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এড়াতে তৎপর রাজ্য