স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগের চাকরির পরীক্ষায় আবেদনের সময়সীমা আরও বাড়ানো হল। কমিশনের শেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ, ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনের শেষ সময়সীমা ছিল। কিন্তু গত দু’দিন ধরে প্রায় ৫০ থেকে ৬০ হাজার আবেদনকারী একযোগে ওয়েবসাইটে ভিজিট করায় এসএসসির সার্ভারে প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। এর ফলে বহু ইচ্ছুক আবেদনকারী সমস্যার সম্মুখীন হতে পারেন বলে কমিশন সূত্রে খবর।
এই প্রযুক্তিগত কারণে আবেদনের সময়সীমা তৃতীয় পর্যায়ে আরও একবার বাড়ানোর সিদ্ধান্ত নিল স্কুল সার্ভিস কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন করার সময়সীমা আগামী ১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে প্রায় ১৪ লক্ষ আবেদন জমা পড়েছে। প্রথম দফায় ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা রাখার পর, তা প্রথমে বাড়িয়ে ৮ ডিসেম্বর করা হয়। এরপর তৃতীয় পর্যায়ে এই সময়সীমা বাড়িয়ে ১২ ডিসেম্বর করা হল।
📰 খবর ২: কর্মসংস্থান মেলা (Job Fair)
🚨 হুকড করে রাখা, ক্লিকযোগ্য ও নজরকাড়া শিরোনাম:
১৮ থেকে ৮০ বছরের চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান! ‘চাকরির হাট’ বসিয়ে দেদার ‘ইনস্ট্যান্ট’ চাকরি দিল কোন সংস্থা?
বেকারত্ব ঘুচল ‘হাটে’ এসেই! তথ্যপ্রযুক্তি থেকে গৃহবধূদের হাতের কাজ, এক ছাদের নিচে মিলল হাজারো চাকরির সুযোগ
অশোকনগরে ‘হৃদয়ের কর্মশালা’-র ম্যাজিক! কোনও টাকা ছাড়াই শতাধিক চাকরিপ্রার্থীর মুখে হাসি, হাতে নিয়োগপত্র
অশোকনগরে বসল ‘কর্মসংস্থানের হাট’: বেকারত্ব ঘুচিয়ে ১৮ থেকে ৮০ বছর বয়সী শতাধিক প্রার্থীর হাতে নিয়োগপত্র
রুদ্র নারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা:
ভোর থেকেই লম্বা লাইন, দেখলে মনে হবে যেন কোনও পরীক্ষাকেন্দ্র। কিন্তু না, এই ভিড় ছিল কর্মসংস্থানের হাটের। উত্তর ২৪ পরগনার অশোকনগরে সম্প্রতি এই অভিনব চাকরি মেলার আয়োজন করে সাড়া ফেলেছে স্থানীয় সংস্থা “হৃদয়ের কর্মশালা”। জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে হাজারেরও বেশি চাকরিপ্রার্থী এদিন ভিড় করেন নিজেদের বেকারত্ব ঘোচাতে।
এই হাটের মূল উদ্দেশ্য ছিল, বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থার আধিকারিকেরা একই ছাদের তলায় বসে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করবেন। অন্যদিকে, চাকরিপ্রার্থীরাও নিজেদের পছন্দসই পেশা খুঁজে নিতে পারবেন। অশোকনগরের ৮ নম্বর কালিবাড়ি মোড় সংলগ্ন একটি অনুষ্ঠান গৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সফল হলেন ৭০ ঊর্ধ্ব প্রার্থীও
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ বছর থেকে শুরু করে ৭০ ঊর্ধ্ব পুরুষ ও মহিলারাও এই মেলায় হাজির হয়েছিলেন এবং শতাধিক চাকরিপ্রার্থী সফল হয়ে বেসরকারি নানা সংস্থায় কাজের সুযোগ পেয়েছেন। সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
এখানে তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হোটেল ম্যানেজমেন্টের মতো পেশার পাশাপাশি সিকিউরিটি গার্ড এবং শপিং মলের চাকরির সুযোগও ছিল। এমনকি গৃহবধূদের জন্য হাতের কাজের সুযোগও রাখা হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য, এই পুরো প্রক্রিয়ার জন্য কোনও চাকরিপ্রার্থীর কাছ থেকে কোনও টাকা নেওয়া হয়নি। উদ্যোক্তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কর্মসংস্থানের হাট করার আশা প্রকাশ করেছেন।