ফোনে বাধ্যতামূলক স্যাটেলাইট ট্র্যাকিং চাইছেন মোদী সরকার, ফের শুরু হয়েছে বিতর্ক

তদন্তকারী সংস্থাগুলির সুবিধার্থে স্মার্টফোনে সর্বদা স্যাটেলাইট লোকেশন ট্র্যাকিং (A-GPS) চালু রাখা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্রীয় সরকার। টেলিযোগাযোগ দফতরের এই প্রস্তাব ঘিরে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের খবর অনুযায়ী, এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে বিশ্বের তিন টেক-জায়ান্ট সংস্থা – অ্যাপল (Apple), গুগল (Google) এবং স্যামসাং (Samsung)। সংস্থাগুলি এই পদক্ষেপকে গ্রাহকের গোপনীয়তা ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করেছে।

উল্লেখ্য, এর আগে ‘সঞ্চার সাথী’ অ্যাপ বাধ্যতামূলক ইনস্টল করার সরকারি নির্দেশ নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই সময় কড়া সমালোচনার মুখে পড়ে মোদী সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছু হটেছিল।

কেন সরকার এই ফিচার বাধ্যতামূলক করতে চাইছে?

বর্তমানে আইনি মামলার প্রয়োজনে তদন্তকারী সংস্থাগুলি কোনও ব্যক্তির সঠিক অবস্থান জানতে পারে না। তারা শুধুমাত্র সেলুলার টাওয়ার ডেটা ট্র্যাক করে মোটামুটি একটি লোকেশন নির্ধারণ করতে পারে। কিন্তু সঠিক অবস্থানের অভাবে তদন্তের কাজে সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা দূর করতেই সরকার স্মার্টফোন প্রস্তুতকারকদের ডিভাইসে A-GPS প্রযুক্তি সক্রিয় রাখার নির্দেশ দিতে চায়, যা স্যাটেলাইট সিগনাল ব্যবহার করে অতি-সঠিক লোকেশন ডেটা সরবরাহ করবে।

টেলিকম সংস্থা রিলায়েন্স জিও এবং এয়ারটেলের প্রতিনিধিত্বকারী প্ল্যাটফর্ম সেলুলার অপারেশনস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI) এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। COAI-এর বক্তব্য, সরকার নির্দেশ দিলে স্মার্টফোন প্রস্তুতকারকদের A-GPS প্রযুক্তি অ্যাক্টিভেট করতে হবে, যা স্যাটেলাইট সিগনালের পাশাপাশি সেলুলার ডেটাও ব্যবহার করবে।

গুগল-অ্যাপলের বিরোধিতা কেন?

এই প্রস্তাব কার্যকর হলে স্মার্টফোনে লোকেশন সার্ভিস সবসময় অ্যাক্টিভ রাখতে হবে এবং ব্যবহারকারী চাইলেও তা বন্ধ করতে পারবেন না। এই কারণেই গুগলের পেরেন্ট কোম্পানি আলফাবেট এবং অ্যাপল এর বিরোধিতা করেছে। গুগল ও অ্যাপলের প্রতিনিধিত্বকারী ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, ডিভাইস লেভেল ট্র্যাকিং দুনিয়ার কোথাও ব্যবহার করা হয় না। তাদের মূল উদ্বেগ গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিয়ে। এই ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি বৈঠক হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে সেই বৈঠক ভেস্তে যায় বলে জানা গিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy