পাঁচ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খাল থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায়। মৃতের নাম সঞ্জিত পোড়েল (৩০)। তাঁর দেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় পরিবারের সদস্যদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত খুন।
নিখোঁজ হওয়ার ঘটনা:
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সঞ্জিতের কাছে একটি ফোন আসে। সেই ফোন পেয়েই তিনি বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সঞ্জিতের ফোন ‘সুইচড অফ’ ছিল। উদ্বেগ বাড়লে পরিবারের লোকেরা নরেন্দ্রপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
দেহ উদ্ধার ও চাঞ্চল্য:
পুলিশ খোঁজখবর শুরু করলেও বেশ কয়েক দিন কেটে যায়। এরই মধ্যে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা সঞ্জিতের বাড়ির কাছেই একটি খালে তাঁর দেহ ভেসে উঠতে দেখেন। তাঁরাই পরিবারকে খবর দেন। পরিবারের লোকেরা এসে দেহটি সনাক্ত করেন।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
খুনের অভিযোগ ও তদন্ত:
যুবকের দেহে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন চিহ্নিত হয়েছে। এই চিহ্ন দেখেই পরিবারের লোকেদের সন্দেহ, সঞ্জিতকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে। কিন্তু খুনের কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
নরেন্দ্রপুর থানার পুলিশ পুরোদমে তদন্ত শুরু করেছে। তারা জিজ্ঞাসাবাদ করছে পরিবারের সদস্যদের এবং কথা বলছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সঞ্জিতের বন্ধুদের সঙ্গে কোনো শত্রুতা ছিল কি না, নাকি স্থানীয় স্তরেই কোনো ঝামেলার জেরে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তকারীদের ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ ও খুনের ধোঁয়াশা বেশ কিছুটা কমবে।