কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) আবারও সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মালদহের গাজোলের সভা থেকে তিনি অভিযোগ তোলেন, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার তিন মাস আগেই “চালাকি করে এসআইআর (SIR) করা হচ্ছে।” মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়াকে ‘গণবন্দি’ বলে আখ্যা দিয়েছেন।
এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্ন:
মালদহের গাজোলের সভা থেকে কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “একবার নোটবন্দি, এবার এসআইআরের (SIR) নামে গণবন্দি।” তিনি প্রশ্ন তোলেন, এসআইআর নিয়ে এত তাড়াহুড়ো কেন করা হচ্ছে? মুখ্যমন্ত্রীর আক্রমণের মূল লক্ষ্য ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিশেষত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মমতার ‘ভুল’ ধরিয়ে দিলেন বিজেপি নেতা:
এদিকে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি মুখ্যমন্ত্রীর মন্তব্যের ‘বেসিক ভুল’ ধরিয়ে দিয়ে বলেন, “বেসিকটা তো বুঝতে হবে। এসআইআর করে নির্বাচন কমিশন (Election Commission)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এসআইআর করে না। এইটুকু না জানলে আর কী বলা যাবে, দুর্ভাগ্যজনক।”
বিজেপি নেতার দাবি, মুখ্যমন্ত্রী এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার মূল নিয়ামক সংস্থাকেই ভুলভাবে চিহ্নিত করছেন, যা রাজনৈতিক সচেতনতার অভাবকেই তুলে ধরে। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন— ভোটের আগে এসআইআর-কে কেন্দ্র করে এই আক্রমণ নিছক রাজনৈতিক কৌশল, নাকি প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে তথ্যের অভাবের ফল?