স্কুলের অফিস রুমে বসেই মাদ্রাসার প্রধান শিক্ষককে (Headmaster) সরাসরি হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল শাসকদলের এক স্থানীয় নেতার বিরুদ্ধে। পশ্চিম মেদিনীপুরের দেগঙ্গা এলাকার একটি মাদ্রাসার এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। প্রধান শিক্ষক ফিরোজার রহমানকে ‘দেখে নেওয়ার’ হুমকির একটি ভিডিয়ো এবং অডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
হুমকির কারণ—হাজিরা খাতায় কারচুপি:
প্রধান শিক্ষকের দাবি, তিনি উপস্থিতির হার নথিভুক্ত করার রেজিস্ট্রারে এক অভিযুক্তকে ‘অনুপস্থিত’ দেখিয়েছিলেন। এরপরই শাসক নেতা আবদুর রাজ্জাক অফিস রুমে ঢুকে ঝামেলা শুরু করেন। রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি হাজিরা খাতায় অনুপস্থিতির জায়গায় হোয়াইটনার (White-Out) দিয়ে মুছে ফেলার চেষ্টা করছিলেন।
ভাইরাল অডিয়োয় কী শোনা যাচ্ছে?
যে অডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে শাসক নেতাকে স্পষ্ট হুঁশিয়ারি দিতে শোনা যায়, “আমাদের সঙ্গে টক্করে যাবেন না, আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তি। টক্করে গেলে আপনার ক্ষতি হবে।” নিজের ক্ষমতার কথা জাহির করে তিনি বলেন, “আমার নিয়োগ ডিস্ট্রিক্ট কমিটি থেকে তপসিয়া ভবন থেকে হয়েছে। আমি শাসক দলের সভাপতি। সেই তুলনায় আমি আপনাকে ডিস্টার্ব করি না।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটি দিতে বাধ্য।”
পাল্টা দুর্নীতির অভিযোগ:
যদিও শাসক নেতা আবদুর রাজ্জাক পাল্টা দাবি করেছেন, প্রধান শিক্ষক ফিরোজার রহমান একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই দুর্নীতির প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাঁকে মিথ্যা অপপ্রচারের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করছেন। রাজ্জাকের দাবি, প্রধান শিক্ষক নিজেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন।
এই বিষয়ে প্রধান শিক্ষক জানিয়েছেন, যা বলার তিনি তাঁর ঊর্ধ্বতন দফতরকে বলবেন। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী শাসক নেতা বনাম প্রশাসনিক প্রধানের এই সংঘাতের ঘটনায় দেগঙ্গা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।