চুরি করতে এসেও সামান্য ধর্মরক্ষার এক অদ্ভুত চেষ্টা! পূর্ব বর্ধমানের কালনায় এক ফলের দোকান থেকে নগদ টাকা ও খুচরো পয়সা নিয়ে গেলেও, দুষ্কৃতীরা একটি ৫০ টাকার নোট দোকানে রাখা গীতার ভেতরে রেখে গিয়েছে। চোরদের এই ‘মহানুভবতা’ দেখে হতবাক দোকানের মালিক যাদব সাহা।
বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে কালনার পুরোনো বাসস্ট্যান্ডে নিজের ফলের দোকানে গিয়ে চোরদের এই কাণ্ড দেখতে পান তিনি। যাদব সাহা জানান, “দোকানে একটা গীতা রয়েছে। সকালে দেখি, নগদ সব নিয়ে গিয়েছে। তবে গীতার পাতার ভাঁজে ৫০ টাকার একটা নোট রাখা আছে।” তাঁর দোকান থেকে নগদ টাকার পাশাপাশি কাজু, কিশমিশ ও খেজুর নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।
এক রাতে চার দোকানে চুরি
শুধু যাদব সাহার দোকানেই নয়, ওই একই রাতে জেলার কালনা ও পূর্বস্থলী থানা এলাকায় বেশ কয়েকটি দোকানে চুরি হয়েছে। পুলিশের অনুমান, একটিই দুষ্কৃতী দল এই কাজ করেছে। যে দোকানগুলিতে চুরি হয়েছে, সেগুলির মধ্যে চারটি আবার কালনা থানার একেবারে নাকের ডগায় অবস্থিত!
পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা যেন কেনাকাটা করার মতোই বেছে বেছে পছন্দের জিনিস নিয়ে গিয়েছে।
-
সিগারেট: কালনা ও পূর্বস্থলীর দু’টি দোকান থেকে বেশ কয়েক প্যাকেট সিগারেট চুরি হয়েছে। কালনার পুরোনো বাসস্ট্যান্ড এলাকার দোকানদার জয়দেব সাহা অভিযোগ করেন, ‘কিং সাইজ়ের সিগারেটের প্যাকেট বোঝাই কার্টন নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।’
-
কাজু, কিশমিশ, বডি স্প্রে: পূর্বস্থলী থানার বৈদ্যপুরের দোকানদার জয়ন্ত দেবনাথের কথায়, ‘সিগারেটের পাশাপাশি কাজু, কিশমিশ, বডি স্প্রেও নিয়েছে চোর।’
একাধিক দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের ছবি ধরা পড়েছে। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি। কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানিয়েছেন, “আশা করা যাচ্ছে, তাড়াতাড়ি এই ঘটনার কিনারা হবে।”