কর্মীসঙ্কট এবং নতুন নিয়মের জেরে চরম বিপর্যয়ের মুখে দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগো (IndiGo)। সারা দেশে আজ প্রায় ৪০০-এরও বেশি বিমান বাতিল করে দিয়েছে সংস্থাটি। শুধু দিল্লি বিমানবন্দর থেকেই বাতিল করা হয়েছে ২৩৫টি ফ্লাইট, যা এই সপ্তাহে এক নজিরবিহীন ঘটনা। এই বিপুল সংখ্যক বিমান বাতিল হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা চূড়ান্ত সমস্যায় পড়েছেন।
ইন্ডিগো-র তরফে জানানো হয়েছে, কর্মীদের ডিউটি আওয়ার (FDTL- Flight Duty Time Limitations) সংক্রান্ত নিয়ম লাগু করার ক্ষেত্রে ঠিকঠাক পরিকল্পনা বা সিদ্ধান্ত সম্ভব হয়নি। যার ফলেই এই কর্মীসঙ্কট তৈরি হয়েছে। এর আগে এই সপ্তাহে ৫০০-এর বেশি ফ্লাইট বাতিল করেছে সংস্থাটি, যার জন্য তারা যাত্রীদের কাছে ক্ষমাও চেয়েছে।
কোথায় কী অবস্থা?
আজ দিল্লি এয়ারপোর্ট থেকে আজ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সব ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য প্রধান বিমানবন্দরের চিত্রও খারাপ:
| বিমানবন্দর | অবস্থা | বাতিল ফ্লাইটের সংখ্যা |
| দিল্লি | আজ রাত ১১:৫৯ পর্যন্ত বাতিল | ২৩৫টি |
| মুম্বই | ক্যানসেল | ১০৫টি |
| বেঙ্গালুরু | ক্যানসেল | ১০২টি (৫২টি অ্যারাইভাল ও ৫০টি ডিপারচার) |
| হায়দরাবাদ | ক্যানসেল | ৯২টি (৪৩টি অ্যারাইভাল ও ৪৯টি ডিপারচার) |
| পুণে | ক্যানসেল | ৩২টি (১৬টি অ্যারাইভাল ও ১৬টি ডিপারচার) |
| কলকাতা | দেরিতে চলছে ৩২০টি ফ্লাইট | ৯২টি ক্যানসেল |
কবে স্বাভাবিক হবে পরিষেবা?
পরিস্থিতি সামাল দিতে ইন্ডিগো কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA)-কে জানিয়েছে যে, আগামী ৮ ডিসেম্বরের পর থেকে পরিষেবা মোটামুটি ঠিকঠাক থাকবে এবং ১০ ফেব্রুয়ারির পর পরিষেবা একদম স্বাভাবিক হয়ে যাবে।
যদিও এই সমস্যায় কর্মী সংকটের কারণেই বিমানগুলি পার্কিংয়ে পড়ে রয়েছে এবং নতুন করে বিমান চলাচলে সমস্যা হচ্ছে। এই ঘটনা নিয়ে বিরোধী মহল সরকারের দিকে আঙুল তুলেছে। এখন দেখার বিষয়, ইন্ডিগো কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করে কবে পরিষেবা স্বাভাবিক করতে পারে।